পরিবর্তন এনে যে ১১ জন নিয়ে নেমেছে বাংলাদেশ

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২১, ০৭:৪০ পিএম
পরিবর্তন এনে যে ১১ জন নিয়ে নেমেছে বাংলাদেশ

ঢাকা: ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ওমানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আসরে দুই দলেরই এটি দ্বিতীয় ম্যাচ।

সুপার টুয়েলভে উঠতে বাংলাদেশের জন্য এই ম্যাচে জয় পাওয়া বেশ গুরুত্বপূর্ণ। ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

এই ম্যাচে বাংলাদেশের একাদশে এসেছে একটি পরিবর্তন। ওপেনার নাঈম শেখ ফিরেছেন একাদশে, বাদ পড়েছেন সৌম্য সরকার। জয়ের ছন্দ অটুট রাখতে এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে ওমান।

‘বি’ গ্রুপে এক জয় নিয়ে ওমান বর্তমানে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে। নিজেদের প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনিকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা। অন্যদিকে বাংলাদেশ স্কটল্যান্ডের কাছে নিজেদের প্রথম ম্যাচে হেরেছে ৬ রানে। পয়েন্ট টেবিলে টাইগারদের অবস্থান তৃতীয়। এই গ্রুপ থেকে শীর্ষ দুটি দল উঠবে সুপার টুয়েলভে।

বাংলাদেশ : নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

সোনালীনিউজ/এআর

Link copied!