নিউজিল্যান্ডকে শঙ্কায় ফেলতে নামিবিয়ার চাই ১৬৪ 

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৫, ২০২১, ০৫:৩৮ পিএম
নিউজিল্যান্ডকে শঙ্কায় ফেলতে নামিবিয়ার চাই ১৬৪ 

ঢাকা: শেষ চার নিশ্চিতে সুপার টুয়েলভে গ্রুপ-২ এ নিজেদের চতুর্থ ম্যাচে নামিবিয়ার বিপক্ষে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না নিউজিল্যান্ড।

অন্য দিকে সুপার টুয়েলভে স্কটল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে জিতলেও বড় দলগুলোর বিপক্ষে এখনও আপসেট ঘটাতে পারেনি প্রথমবারের মত বিশ্বকাপ খেলতে নামা নামিবিয়া। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে চমক দেখাতে মরিয়া তারা।

সে লক্ষ্যেই টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল নবাগত দলটি। আগে ফিল্ডিং করে বেশ সফলও বলা যায় নামিবিয়াকে। কারণ প্রতিপক্ষ শক্তিশালী কিউইদের খুব বড় সংগ্রহ গড়তে দেয়নি ইরাসমাসের দল। সেমির পথে আরো এক ধাপ এগিয়ে যেতে কিউইদের সংগ্রহ ১৬৩ রান। নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে এ সংগ্রহ গড়ে উইলিয়ামসনের দল। 

উদ্বোধনী ব্যাটসম্যান গাপটিল করেছেন ১৮ বলে ১৮। অন্যদিকে আরেক উদ্বোধনী ব্যাটসম্যান মিচেল করেন ১৫ বলে ১৯। অধিনায়ক কেন উইলিয়ামসন করেন ২৫ বলে ২৮। কনওয়ে করেন ১৮ বলে ১৭ রান। শেষ দিকে পিলিপস ও নিশামের ৭৬ রানের জুটিতে এ সংগ্রহ গড়ে কিউইরা। নিশাম ২৩ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন। বিধ্বংসী পিলিপস করেন ২১ বলে ৩৯ রান।

সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৫ উইকেটে হারের পর দারুণভাবে ঘুড়ে দাঁড়ায় নিউজিল্যান্ড। দ্বিতীয় ম্যাচে ভারতকে নাস্তানাবুদ করে তারা। আর গতকাল তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডকে হারাতে মোটেও বেগ পেতে হয়নি কিউইদের।

৩ খেলায় ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে নিউজিল্যান্ড। গ্রুপ পর্বে শেষ দুই ম্যাচে জিতলে অনায়াসে সেমিতে খেলবে তারা। বাছাই পর্বে চমক দেখিয়ে গ্রুপ রানার্স-আপ হয়ে সুপার টুয়েলভে সুযোগ করে নিয়ে ইাতহাস গড়ে নামিবিয়া। প্রথমবারের মত টি-২০ বিশ্বকাপে খেলতে নেমেই দ্বিতীয় রাউন্ডে পা রাখে।

সোনালীনিউজ/এআর

Link copied!