চট্রগ্রামকে কম রানে আটকে দিল বরিশাল

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২২, ০৩:১১ পিএম
চট্রগ্রামকে কম রানে আটকে দিল বরিশাল

ঢাকা: বরিশালের বিপক্ষে ইনিংসের শেষ পর্যন্ত রানের জন্য সংগ্রামই করতে হলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে। তাতে ২০ ওভার শেষে কেবল ১২৫ রানই তুলতে পারল মেহেদি হাসান মিরাজের দল, সাকিব আল হাসানের দলের সামনে তাই চ্যালেঞ্জটা দাঁড়াল ১২৬ রানের।

নাজমুল হোসেন শান্তর হাতে তালুবন্দী হয়ে ফেরার ৬ রানেই থামে লুইসের ইনিংস। নাঈমের পর দলকে সাফল্য এনে দেন আলজারি জোসেফ। ৬ রান করে আফিফ হোসেন ধ্রুব শিকার হন জোসেফের। ২২ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় চট্টগ্রাম।

এরপর দেখেশুনে খেলছিলেন আরেক ওপেনার উইল জ্যাকস। তবে তার সাবধানী ইনিংস দলের সুফল বয়ে আনেনি। দুটি চার হাঁকিয়ে সাব্বির রহমান (৮) সাজঘরে ফেরার পর জ্যাকসও থিতু হতে পারেননি। দলীয় রান পঞ্চাশ পেরোতেই অধিনায়ক মেহেদী হাসান মিরাজের বিদায় ঘটে। ৯ রান করতে মিরাজকে মোকাবেলা করতে হয় ২০ বল।

সুবিধা করতে পারেননি শামীম হোসেন পাটোয়ারিও। ২৩ বলে ১৪ রান করে ষষ্ঠ ব্যাটার হিসেবে সাজঘরে ফেরেন তিনি। এরপর ক্রিজে নেমে দলের হাল ধরেন বেনি হাওয়েল। ইংলিশ অলরাউন্ডারের মারকুটে ব্যাটিং দলকে এনে দেয় সম্মানজনক পুঁজি।

শেষ ওভারের ৫ম বলে ডোয়াইন ব্রাভোর বলে আউট হওয়ার আগে ২০ বলে ৪১ রান করেন হাওয়েল। হাঁকান ৩টি করে চার-ছক্কা। ইনিংসের শেষ বলে চার হাঁকান ক্রিজে নামা শরিফুল ইসলাম। নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে চট্টগ্রামের সংগ্রহ দাঁড়ায় ১২৫ রান।

বরিশালের পক্ষে আলজারি জোসেফ ৩২ রানের খরচায় তিনটি উইকেট শিকার করেন। 

সোনালীনিউজ/এআর

Link copied!