শ্রীলঙ্কার কোচ হচ্ছেন মেজাজি মালিঙ্গা

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২২, ০৮:৪২ পিএম
শ্রীলঙ্কার কোচ হচ্ছেন মেজাজি মালিঙ্গা

ঢাকা: সাবেক কিংবদন্তীদের হাতেই ক্রিকেটের গুরুদায়িত্ব ছেড়ে দিচ্ছে লঙ্কান ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কা ক্রিকেট দলের পরামর্শক হিসেবে আছেন মাহেলা জয়াবর্ধনে।

এবার বোলিং কোচ হিসেবেও আনা হচ্ছে সাবেক তারকাকে। পেস বোলিং কোচ হিসেবে মালিঙ্গার নাম সুপারিশ করেছেন মাহেলা। তবে লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি) এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। 

ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া সফর করবে শ্রীলঙ্কা। খেলবে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ। সফরের জন্যই মূলত মালিঙ্গাকে দলে চান জয়াবর্ধনে। তবে মালিঙ্গার ‘প্রভাবকরণ চরিত্র’ নিয়ে উদ্বিগ্ন এসএলসি।

লঙ্কান ড্রেসিংরুমে সবার প্রিয় পাত্র ছিলেন না তিনি। শ্রীলঙ্কার প্রায় সব অধিনায়কই তার ব্যবহার নিয়ে আপত্তি তুলেছিল। তাই কোচ হিসেবে মালিঙ্গা কতটুকু নির্ভেজাল হবে তা নিয়ে রয়েছে বিরাট প্রশ্ন। 

এদিকে সফরের জন্য বুধবার ২০ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা। দাশুন শানাকাকে অধিনায়ক করে দল সাজিয়েছেন নির্বাচকরা। 

সোনালীনিউজ/এআর 

Link copied!