সহ-অধিনায়কের দায়িত্ব পেলেন আফিফ

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২৮, ২০২২, ০৯:৩২ এএম
সহ-অধিনায়কের দায়িত্ব পেলেন আফিফ

ফাইল ছবি

ঢাকা : বাংলাদেশ দল এখন দুবাইয়ে অবস্থান করছে। এশিয়া কাপের ১৫তম আসর সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে। বাংলাদেশের ম্যাচ শুরু আগে নতুন অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে নিয়োগ পেয়েছেন সাকিব আল হাসান। তবে সহ-অধিনায়ক হিসেবে কে থাকছেন এই উত্তর অজানা ছিল। জানা গেল এবার এশিয়া কাপে সাকিবের ডেপুটি হিসেবে দায়িত্ব সামলাবেন আফিফ হোসেন।

এশিয়া কাপ শুরুর দিনে শনিবার সহ-অধিনায়ক হিসাবে আফিফ হোসেন ধ্রুবর নাম প্রকাশ করেছে বিসিবি। সাকিবের ডেপুটি হিসেবে ২২ বছর বয়সী এই অলরাউন্ডার দায়িত্ব পালন করবেন। ২০১৮ সালে অভিষেকের পর থেকেই এই ফরম্যাটে দলের হয়ে নিয়মিতই খেলে যাচ্ছেন আফিফ।

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ৩০ তারিখ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এরপর গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১ সেপ্টেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে টাইগাররা। 

এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াড : সাকিব আল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, নাইম শেখ, আফিফ হোসেন ধ্রুব (সহ অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, পারভেজ হোসেন ইমন, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, এবাদত হোসেন ও তাসকিন আহমেদ।

সোনালীনিউজ/এমএএইচ

Link copied!