হারতে হারতে জিতে গেল পাকিস্তান

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২২, ১২:০৫ এএম
হারতে হারতে জিতে গেল পাকিস্তান

ঢাকা: ৭ ম্যাচের সিরিজে পাকিস্তান-ইংল্যান্ডের আজকের ম্যাচটি ছিল ৪র্থ। এই ম্যাচে টস জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড। ব্যাট করতে নেমে দারুণ সূচনা করেছিলেন পাকিস্তানের দুই ওপেনার বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান।

৯৭ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হন তারা। ৩৬ রান করে এ সময় আউট হন বাবর আজম। রিজওয়ান দুর্দান্ত এক হাফ সেঞ্চুরি করে ৮৮ রানে গিয়ে আউট হন। ৬৭ বলে সাজানো ইনিংসটি ছিল ৯টি বাউন্ডারি আর ১টি ছক্কায় সাজানো।

শান মাসুদ করেন ২১ রান। আসিফ আলি ১৩ রানে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৬ রান সংগ্রহ করে পাকিস্তান।  

এই রান করেও হারতে বসেছিল পাকিস্তান। ডাকেট ৩৩, ব্রুক ৩৪ আর মঈন আলী ২৯ করার পর শেষ দিকে ১৭ বলে ৩৪ করে ইংল্যান্ডকে জয়ের বন্দরে নিয়েগিয়েছিলেন লিয়াম ডসন। কিন্তু শেষ মুহূর্তের নিয়ন্তিত বোলিংয়ে ৩ রানে জিতে সিরিজ ২-২ করল পাকিস্তান।  

সোনালীনিউজ/এআর

Link copied!