মেসির প্রশংসায় চীনের প্রেসিডেন্ট

  • ক্রীড়া ডেস্ক  | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০১৬, ১১:১৭ এএম
মেসির প্রশংসায় চীনের প্রেসিডেন্ট

কারিকারি সম্পদ থাকলেই একজন লিওনেল মেসিকে তৈরি করা যায় না। এর জন্য ঐশ্বরিক কিছু থাকা চাই। আর তা কেবল উপর ওয়ালাই দিতে পারেন। তিনি চাইলে সবই সম্ভব। কিন্তু এমন সৌভাগ্য কয়টি দেশেরই বা আছে। মেসির একজন ফুটবলার না থাকার আক্ষেপ ঝরছে বিশ্ব অর্থনীতির অন্যতম পরাশক্তি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কণ্ঠে। জানালেন, একজন মেসি দরকার তাদের। না হয়, একজন দিয়েগো ম্যারাডোনা চান তারা।

খুব বেশি দেরি নয়, আগামী ২০ বছরের মধ্যে একজন মেসি কিংবা ম্যারাডোনা চান শি জিনপিং। মেসির মতো ফুটবলার তৈরি করতে হংঝুতে জি-২০এর সম্মেলনে আসা আর্জেন্টিনার প্রেসিডেন্ট মাকরির কাছে সাহায্য চাইলেন তিনি। চীনের প্রেসিডেন্টের ভাষায়, ‘আগামী ২০ বছরের মধ্যে আমরা একজন চাইনিজ লিওনেল মেসি কিংবা ম্যারাডোনা চাই। এজন্য আপনাদের কাছ থেকে সাহায্য প্রয়োজন আমাদের।’

এদিকে, মেসিকে সেরা সম্পদ হিসেবে উল্লেখ করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট মাকরি। বলেন, ‘এটা ইশ্বর প্রদত্ত উপহার যে বিশ্বসেরা ফুটবলার (মেসি) রয়েছে আমাদের দেশে। তাকে পাওয়াটাও সৌভাগ্যের ব্যাপার। আমরা তার যত্ন নেব।’

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Link copied!