ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের দাম বেড়ে দ্বিগুণ

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৪, ২০২৪, ০৭:৫২ পিএম
ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের দাম বেড়ে দ্বিগুণ

ঢাকা: আগামী ৯ জুন নিউইয়র্কে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। এই ম্যাচ ঘিরে টিকিটের দাম এরই মধ্যে দ্বিগুণ হয়ে গেছে।

গত অক্টোবরে বিশ্বকাপে ভারতের মুখোমুখি হওয়ার আগের দিন সংবাদ সম্মেলনে বাবর বলেছিলেন, ভারত ম্যাচের আগে অনেকেই তো জয় চেয়ে ফোন করেন, এসব চাপ সামলান কীভাবে? তখনই পাকিস্তান অধিনায়কের ওই উত্তর। ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে টিকিটের এমন তুঙ্গস্পর্শী চাহিদা দেখা যায়। এবারও এর ব্যতিক্রম নয়।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানিয়েছে, ভারত-পাকিস্তান ম্যাচের ১৩০০ মার্কিন ডলার মূল্যের টিকিটের দাম ২৫০০ মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। 

মূলত যুক্তরাষ্ট্র ও পার্শ্ববর্তী কানাডায় থাকা বিপুলসংখ্যক ভারতীয় ও পাকিস্তানি প্রবাসীদের কারণেই টিকিটের এমন চাহিদা। 

এক দশক ধরে ভারত-পাকিস্তান মুখোমুখি হয় শুধু আইসিসি বা এসিসির টুর্নামেন্টে। এর সবই হয়েছে ক্রিকেটের জনপ্রিয়তা থাকা দেশগুলোতে। 

যা যুক্তরাষ্ট্র ও কানাডায় বসবাসরতরা নিজেদের গণ্ডির মধ্যে মাঠে বসে দেখতে পারেননি। এবারই প্রথম যুক্তরাষ্ট্রে খেলবে ভারত-পাকিস্তান। বিশ্বকাপের এমন রোমাঞ্চকর ম্যাচের ভেন্যু নাসাউ স্টেডিয়ামের ধারণক্ষমতা ৩৪ হাজার।

আগামী ১ জুন ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে যুক্তরাষ্ট্র-কানাডা ম্যাচ দিয়ে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

এআর

Link copied!