ইনিয়েস্তাকে ভালো করেই জানেন গার্দিওলা!

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০১৬, ১১:২০ এএম
ইনিয়েস্তাকে ভালো করেই জানেন গার্দিওলা!

সম্প্রতি গুঞ্জনটা বেশ চাউর হয়েছে, পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে যাচ্ছেন আন্দ্রেস ইনিয়েস্তা। তবে বিশ্বের অন্যতম সেরা এই মিডফিল্ডার জানালেন, এসব তথ্য সত্য নয়। বরং সাবেক গুরু গার্দিওলা নাকি ভালোভাবেই জানেন, ইনিয়েস্তা কী করতে চান আর কী ভাবেন। বার্সায়ই ক্যারিয়ারের শেষ করতে চান স্প্যানিশ মিডফিল্ডার।

ইনিয়েস্তা বলেন, ‘গার্দিওলা জানেন, আমি কী ভাবি আর আমি কী চাই। আমি আমার ক্যারিয়ার এখানেই (বার্সা) শেষ করতে চাই। এটা অনেকবারই বলেছি। আমি আমার চিন্তায় পরিষ্কার, কথাতেও। সবাই তা জানে।’

বার্সায় শুরু। আর বার্সাতেই ক্যারিয়ারের শেষ দেখছেন ইনিয়েস্তা। বলেন, ‘আমি আবারো বলছি, আমার ক্যারিয়ার বার্সেলোনায়ই শেষ করতে চাই। এই ক্লাবের সঙ্গে ২০১৮ সাল পর্যন্ত চুক্তি আছে। ডিরেক্টরদের সঙ্গে কথা বলবো চুক্তির মেয়াদ আরো বাড়ানো যায় কি না।’

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Link copied!