অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ 

ভারতকে হারিয়ে দারুণ সূচনা বাংলাদেশের

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০১৬, ০৬:৩৮ পিএম
ভারতকে হারিয়ে দারুণ সূচনা বাংলাদেশের

এক সময় ভারত-পাকিস্তানের লড়াই মানে একটা ভিন্ন আমেজ ছিল। কিন্তু বর্তমানে বাংলাদেশ-ভারত লড়াই মানেই ভিন্ন আমেজ। ক্রিকেট, ফুটবল ছাড়িয়ে হকি মাঠেও উত্তেজনা বারুদ জ্বলে। সেই ধারাবাহিকতায় শনিবার (২৪ সেপ্টেম্বর) মওলানা ভাসানী স্টেডিয়ামে এশিয়া কাপ অনূর্ধ্ব-১৮ হকির বাছাই পর্বের প্রথম দিনে সেই বারুদ জ্বলল। ৪-৪ স্কোরলাইনটা শেষ পর্যন্ত ৫-৪ করে রুদ্ধশ্বাস এক ম্যাচ জিতে নিল বাংলাদেশ।

ক্রিকেট, ফুটবল বা হকিতে দুদেশের জাতীয় দলের মধ্যে পার্থক্য থাকতে পারে। তবে বয়স ভিত্তিক পর্যায়ে সেই ব্যবধানটা সেভাবে থাকে না। এই যুব হকি ম্যাচেও সেটাই দেখা গেল। নইলে ভারতের মতো দেশের যুব দলকে বারবার পেছনে ফেলে কীভাবে বাংলাদেশ! কীভাবে হ্যাটট্রিক করে ফেলেন বাংলাদেশের পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ আশরাফুল ইসলাম! লাল সবুজের পাঁচ গোলের চারটিই এই তরুণের। চার গোলই পেনাল্টি কর্নার থেকে। কতটা জ্বলে উঠেছিলেন আশরাফুল, তা বোধ হয় না বললেও চলছে।

ম্যাচের শুরু থেকেই বাংলাদেশকে দেখা গেল আক্রমণাত্মক মেজাজে। তৃতীয় মিনিটেই সুযোগ এসেছিল এগিয়ে যাওয়ার। কিন্তু পেনাল্টি কর্নার নষ্ট করলেন আরশাদ। ভারতকে চাপে রেখে ১৬ মিনিটে এসে গেল প্রথম গোল। পেনাল্টি কর্নারে রাব্বির পুশে আশরাফুল ড্র্যাগ ফ্লিকে লক্ষ্যভেদ। ২০ মিনিটে ধারমিন্দর সিং পেনাল্টি স্ট্রোকে করলেন ১-১ সমতা ফেরান ভারত। ২৫ মিনিটে কনজেংবামসের ফিল্ড গোলে এগিয়ে যায় ভারত।

৩০ মিনিটে আবারও আশরাফুল পেনাল্টি কর্নারে করলেন ২-২। গোলের ধারা চলতে থাকল এবং ৩৮ মিনিটে সেই পেনাল্টি কর্নারেই হ্যাটট্রিক পূর্ণ আশরাফুলের। কিন্তু নাটকীয়তার ওটাই শেষ নয়। ৪৯ মিনিটে হার্দিক সিং করলেন ৩-৩। এরপর রাব্বির ৫০ মিনিটে ৪-৩ করলে গোটা স্টেডিয়াম, নেচে ওঠে।

৫২ মিনিটে ভারতের দিলপিত সিং ৪-৪ করলে আরও জমে ওঠে ম্যাচ। জয়সূচক গোলটা এল ৬১ মিনিটে। নায়ক সেই আশরাফুল। শেষ কয়েক মিনিটে দাঁতে দাঁত চেপে লড়ে দারুণ এক জয়ই তুলে নিয়েছে বাংলাদেশ।

২০০৪ সালে ঢাকায় অনূর্ধ্ব-২১ চ্যালেঞ্জ কাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল এই ভারতকে হারিয়েই। ঢাকায় গোলশূন্য ওই ম্যাচে নিষ্পত্তি হয় টাইব্রেকারে। ১১ বছর পর ঢাকার মাঠে বয়স ভিত্তিক হকিকে মনে রাখার মতো আরেকটি জয় বাংলাদেশকে ভরিয়ে দিয়েছে আনন্দে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম
 

Link copied!