ঢাকা: ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে টানা দ্বিতীয়বারে মতো চ্যাম্পিয়ন হওয়ায় খুশিতে আত্মহারা পুরো দেশ।
এশিয়া কাপের শিরোপা জেতায় তামিমদের অভিনন্দন জানিয়েছেন অর্ন্তবর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ৪৯.১ ওভারে ১৯৮ রানেই অলআউট বাংলাদেশ যুব দল।
টার্গেট তাড়া করতে নেমে বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে ইনিংসের শুরু থেকেই উইকেট হারাতে থাকে ভারত। একের পর এক উইকেট পতনেরকারণে শেষ পর্যন্ত ৩৫.১ ওভারে ১৩৯ রানে অলআউট হয় টুর্নামেন্টের শক্তিশালী দল ভারত।
অধিনায়ক আজিজুল হাকিম, ইকবাল হোসেন ইমন আর ফাহাদদের বোলিং নৈপুণ্যে ৫৯ রানে জিতে শিরোপার উল্লাসে মেতে ওঠে টাইগার যুবারা।
এআর
আপনার মতামত লিখুন :