প্রথম ওয়ানডেতে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৪, ০৭:২৬ পিএম
প্রথম ওয়ানডেতে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

ঢাকা: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টসে জিতেছে বাংলাদেশ। আর এরপরেই ব্যাট করার সিদ্ধান্ত জানালেন বাংলাদেশ অধিনায়ক। 

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের তিক্ত স্মৃতি নিয়েই ক্যারিবিয়ানদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সবশেষ সিরিজের দল থেকে বেশ কিছু পরিবর্তন আছে এই দলে। 

একাদশে নেই মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয় কিংবা জাকির হাসান। তবে মূল একাদশে ফিরেছেন তানজিম হাসান সাকিব। দীর্ঘদিন পর ফেরা আফিফ হোসেনও ডাক পেলেন একাদশে। 

ক্যারিবিয়ানদের বিপক্ষে সবশেষ ৪ সিরিজ এবং টানা ১১ ওয়ানডে জেতার রেকর্ড নিয়েই এই ম্যাচে মাঠে নামছে মেহেদি হাসান মিরাজের দল। বাংলাদেশের সামনে এখন ধারাবাহিকতা রক্ষার চ্যালেঞ্জ। 

বাংলাদেশ একাদশ: 
সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, আফিফ হোসেন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা

এআর

Link copied!