ঢাকা : দেশের ঘরোয়া ক্রিকেটের জাঁকজমক আসর বলা হয় ঢাকা প্রিমিয়ার লিগকে (ডিপিএল)। ওয়ানডে ফরম্যাটের এই আসর উপলক্ষে দুদিনের দলবদল শুরু হয়েছে আজ। এদিন সকালে সাকিব আল হাসানের সঙ্গে লিজেন্ডস অব রূপগঞ্জের একটি হোয়াটসঅ্যাপ কথোপকথন ছড়িয়ে পড়ে গণমাধ্যম এবং ইন্টারনেটে।
হোয়াটসঅ্যাপ বার্তায় দেখা যায়, রূপগঞ্জের পক্ষ থেকে সাকিবের কাছে পাসপোর্ট সাইজ ছবি চাওয়া হয়েছে। সাকিব নিজের ছবিও পাঠিয়েছেন। এরপর আরেকটি বার্তায় রূপগঞ্জের পক্ষ থেকে বলা হয়েছে, আগামীকাল (আজ) সাকিবের কাগজপত্র দাখিল করা হবে। এই বার্তা থেকেই জল্পনা ছড়ায়, সাকিব তাহলে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে ডিপিএলে খেলতে যাচ্ছেন।
সাকিবের হয়ে দলবদলের কাগজপত্র জমা দিয়েছেন রূপগঞ্জের কর্মকর্তারা। সাকিব যখন দেশেই ফিরতে পারছেন না, তখন তাঁকে দলে নেওয়ার কারণ কী? এমন প্রশ্নের উত্তরে রূপগঞ্জের মালিক লুৎফুর রহমান বাদল বলেছেন, ‘আমরা ক্রিকেটার সাকিবকে দলে নিয়েছি, রাজনীতিবিদ সাকিবকে নয়। সে বাংলাদেশ ক্রিকেটের এক নম্বর ব্র্যান্ড, আমরা এ জন্য তাকে নিয়েছি।’
দলে নিলেও শেষ পর্যন্ত তাকে খেলাতে পারবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘খেলোয়াড় সাকিবের জন্য আমরা এক শ ভাগ করব যদি কিছু করার থাকে। আমরা আশাবাদী তাকে প্রিমিয়ার লিগে পাওয়া যাবে।’
রূপগঞ্জে সাকিব সতীর্থ হিসেবে পেতে পারেন সৌম্য সরকার, তানজিদ তামিম, জাকের আলি ও তানজিম সাকিবদের মতো জাতীয় দলের ক্রিকেটারদের।
এবারের প্রিমিয়ার লিগ শুরু হবে ৩ মাচ। তার আগে দলবদল চলবে আজ ও আগামীকাল। ক্রিকেটারদের অনলাইন ও অফলাইন দুইভাবেই রেজিস্ট্রেশন করানো যাচ্ছে।
এমটিআই
আপনার মতামত লিখুন :