ব্যাটিং অর্ডারে বেশি রদবদলের পক্ষে নন সুজন

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ১২:১৩ পিএম
ব্যাটিং অর্ডারে বেশি রদবদলের পক্ষে নন সুজন

ঢাকা : ভারত ম্যাচে টপ অর্ডার ভালো করেনি। তাসের ঘরের মতো ভেঙে পড়ে ব্যাটিং অর্ডার। তবে ব্যাটিং অর্ডারে বেশি রদবদলের পক্ষে নন খালেদ মাহমুদ সুজন।

সাবেক এই অধিনায়কের মতে, একাদশ নির্বাচন ও ব্যাটিং অর্ডারের ব্যাপারে আরো দক্ষতার পরিচয় দিতে হবে বাংলাদেশকে। নিউজিল্যান্ড ম্যাচে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব প্রত্যাশা করা হচ্ছে।

দুবাইয়ের পেস-সহায়ক কন্ডিশনে যেখানে শামি-হার্ষিত রানারা উইকেট তুলে নিয়েছেন, সেখানে বাংলাদেশ দলের অন্যতম গতিময় পেসার নাহিদ রানা ছিলেন বেঞ্চে। আবার তিন পেসারকে ব্যবহারেও বুদ্ধিদীপ্ত হতে পেরেছেন কি না নাজমুল শান্ত, উঠেছে সেই প্রশ্নও।

সুজন জানান, ‘নাহিদের পেস খুবই বিরল। এমন পেস সারা বিশ্বে সব দলে পাওয়া যায় না। তবে নাহিদকে কেন ওই ম্যাচে দলে নেওয়া হয়নি, সেটা আমি জানি না। যেহেতু উইকেটটা এমন ছিল, আমরা নতুন বলে তানজিম সাকিবকে দিয়ে বল করাতে পারতাম।’

ব্যাটিং অর্ডার সুজনের মন্তব্য, ‘৪ নম্বরে মিরাজ ব্যাটিং করলো, সেও অভিজ্ঞ, সক্ষমতা আছে। কিন্তু মিরাজ যে কাজটা ছয়-সাতে খুব ভালোভাবে করতে পারে, সেটা চারে পারবে কি না, তা টিম ম্যানেজমেন্টই ভালো বুঝবে। যার যে পজিশন, সেখানে খেলা উচিত। এত ঘনঘন আমরা সবকিছু পরিবর্তন করে ফেলি, আমার মনে হয় না এটার কোনো দরকার আছে।’

তিনি আরও বলেন, ‘এসব ম্যাচে একটা ক্যাচ, রানআউট চান্স, একটা রান স্টপ করা; এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমাদের জন্য ফিল্ডিংটা একদম শতভাগ হতে হবে। এদিকে মনোযোগটা আরও বাড়াতে হবে। যারা ফিল্ডিংয়ে দুর্বল, তাদের আরও কষ্ট করতে হবে, কাজ করতে হবে।’

এমটিআই

Link copied!