ঢাকা: চ্যাম্পিয়নস ট্রফির মতো বড় আসরেও শান্তদের ব্যাটিংয়ে ব্যর্থতার চিত্র। এবার স্বীকার না করে উপায় নেই। অগত্যা সেটি স্বীকার করলেন শান্ত এবং আশার বাণীও শুনাতে ভুল করেননি।
চ্যাম্পিয়নস ট্রফি শেষ হলে তারা ব্যাটিংয়ের উন্নতি নিয়ে কাজ করবেন এবং কীভাবে উন্নতি করা যায় সেটি নিশ্চিত করবেন। তাহলে ভক্তদের সরল মনে প্রশ্ন আসতেই পারে, ব্যাটিং উন্নতির এই চেষ্টাটা টুর্নামেন্টের আগে শান্তরা শুরু করলেন না কেন?
সে প্রশ্নের উত্তর অবশ্য অজানা নয় কারও। ভরা মাঠে এভাবে ধরা না পড়লে প্রসঙ্গটিই উঠতো না। ব্যাটাররা কীভাবে চেষ্টা করেছেন আর কতটুকু সফল হয়েছেন, সেটি দিনের আলোর মতো প্রতীয়মান।
আগামীকাল বিকালে পাকিস্তানের বিপক্ষের ম্যাচ দিয়ে শেষ হবে টাইগারদের চ্যাম্পিয়নস ট্রফির সফর। এই ম্যাচে জয় তুলে নিতে পারলে হয়তো ব্যাটিং ব্যর্থতার কথা শান্তরা ভুলে যাবেন, সফলতার বুলিই আওড়াবেন বারবার, এমনটিও বলছেন অনেকে। অতীতে এমন চিত্রও দেখা গেছে। পুরো টুর্নামেন্টের ব্যর্থতা ছাপিয়ে কোনো একটি সফলতার গল্পই ঘুরে ফিরেছে টাইগারদের মুখে।
বাংলাদেশের বর্তমান বোলিং ইউনিট নিয়ে গর্ব করার জায়গা রয়েছে। কেবল দেশ নয়, বিশ্বের অনেক কিংবদন্তিই সে কথা স্বীকার করেন, প্রশংসা করেন। দলে তরুণ ব্যাটারও রয়েছেন। কিন্তু সেই অপরিমেয় প্রতিভা থাকা সত্ত্বেও দলটি দিনের পর দিন হতাশ করেই চলেছে। একেকটি বৈশ্বিক টুর্নামেন্ট এলেই সেই হতাশার মাত্রা থাকে আকাশচুম্বী। এমন অবস্থা থেকে উত্তরণের রাস্তা কোথায়?
জবাবে শান্ত বলেছেন, গত কয়েক বছরে আমাদের বোলিং ইউনিট দুর্দান্ত কাজ করছে। আমাদের মানসম্পন্ন ফাস্ট বোলার এবং স্পিনার রয়েছেন। আমরা সবসময় একজন রিস্ট স্পিনার চেয়েছিলাম, এখন সেটিও আমাদের রয়েছে। এখন ব্যাটিং ও ফিল্ডিংয়ে দল হিসেবে আমাদের অনেক উন্নতি করতে হবে। আমি অনেক বার বলেছি যে, ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের অনেক উন্নতি করতে হবে। কিন্তু আমরা বারবার একই ভুল করছি। ব্যাটিংয়ে কীভাবে উন্নতি করতে পারি, সেদিকে আমাদের মনোযোগ দিতে হবে। আশা করি, এই টুর্নামেন্টের পরে আমরা কিছু পরিবর্তন করব এবং অন্যভাবে চিন্তা করব।'
নিউজিল্যান্ডের বিপক্ষে হারের মূল কারণ ছিল ব্যাটিং ব্যর্থতা। পাশাপাশি ফিল্ডিংয়ে চোখে পড়ার মতো ভুল ছিল। তাতে বোলারদের হাতে তেমন কিছু করার মতো ছিল না। নাজমুল হোসেন শান্ত বোলিং নিয়ে বলেছেন, 'আমরা খুব ভালো শুরু করেছিলাম। বোলিং ইউনিটও ভালো ছিল আমাদের। কিন্তু যে ধরনের উইকেটে খেলা হয়েছে সেখানে প্রতিপক্ষ সত্যিই ভালো ব্যাটিং করেছে। বোলারদের কাছ থেকে এর বেশি আশা করতে পারি না। তারা যেভাবে বোলিং করেছে তাতে আমি খুশি।'
এআর
আপনার মতামত লিখুন :