ঢাকা: চ্যাম্পিয়নস ট্রফিতে দু'দলের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে আগেই। তবে আজ রোববারের ম্যাচে যে দল জিতবে তারাই হবে এ-গ্রুপের চ্যাম্পিয়ন।
সেই লড়াইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৯ রানের পুঁজি গড়েছে ভারত। অর্থাৎ গ্রুপসেরা হয়ে সেমিতে যেতে হলে নিউজিল্যান্ডকে করতে হবে ২৫০ রান।
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ভারতকে আড়াইশো রানের মধ্যে আটকাতে বড় অবদান নিউজিল্যান্ডের ডানহাতি পেসান ম্যাট হেনরির।
ইনিংসের শেষ বলে মোহাম্মদ শামিকে মিডউইকেটে গ্লেন ফিলিপসের হাতের ক্যাচ বানিয়ে ফাইফার পূর্ণ করেছেন তিনি। ৫ উইকেট শিকারে কিউই পেসার খরচা করেছেন ৪২ রান।
অন্যদিকে শুরুতে গিল-রোহিত-কোহলির উইকেট হারিয়েও আইয়ারের ব্যাটে চ্যালেঞ্জিং পুঁজি গড়তে সক্ষম হয় ভারত। ৯৮ বলে সর্বোচ্চ ৭৯ রান করেন ডানহাতি এই ব্যাটসম্যান।
এআর
আপনার মতামত লিখুন :