মুশফিক-মাহমুদউল্লাহ কি আরও খেলবেন, জানার অপেক্ষায় বিসিবি

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৩, ২০২৫, ০৭:২৬ পিএম
মুশফিক-মাহমুদউল্লাহ কি আরও খেলবেন, জানার অপেক্ষায় বিসিবি

ঢাকা: চ্যাম্পিয়নস ট্রফি শেষ হয়ে গেলেও অবসর নিয়ে এখনো কোনো ভাবনার কথা জানাননি মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। চ্যাম্পিয়নস ট্রফিতে দলীয় পারফরম্যান্সের সঙ্গে তাল মিলিয়ে তাদের ব্যক্তিগত পারফরম্যান্সও ছিল বেশ খারাপ।

চ্যাম্পিয়নস ট্রফিতে দুই ম্যাচে মুশফিক শূন্য ও ২ রানে আউট হয়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র ম্যাচে মাহমুদউল্লাহ ফিরেছেন ৪ রান করে। তাদের অবসর নিয়ে কথাবার্তা তাই আরও বেশি হচ্ছে।

এ নিয়ে কোনো আলাপ হয়েছে কি না, জানতে চাওয়া হয় আজ বোর্ড সভার পর। জবাবে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমূল আবেদীন বলেছেন, ‘অবশ্যই। ওরা অত্যন্ত অভিজ্ঞ খেলোয়াড়। যেকোনো খেলোয়াড়েরই একটা সময় আসবেই তার ক্যারিয়ার শেষ করার। আমার মনে হয়, ওদের সঙ্গে কথা বলব-ওদের চিন্তা কী আছে, সেটা নিয়ে আলাপ হবে।’

টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসর নিয়েছেন মাহমুদউল্লাহ, তিনি এখন খেলেন শুধু ওয়ানডে। মুশফিক টি-টোয়েন্টিকে বিদায় বলেছেন, টেস্টে তার পারফরম্যান্স নিয়ে তেমন কথা না হলেও প্রশ্ন উঠেছে ওয়ানডেতে থাকা নিয়ে। এই সংস্করণের পরবর্তী বিশ্বকাপ হবে ২০২৭ সালে।

তাতে কি মাহমুদউল্লাহকে রেখেই পরিকল্পনা সাজাচ্ছে বিসিবি? উত্তরে নাজমূল বলেছেন, ‘খুব কঠিন প্রশ্ন। আমার মনে হয় তাদের প্রমাণ করতে হবে। তাদের বয়সের দিক থেকে বলি, তাদের ফিটনেসের দিক থেকে বলি, তাদের পারফরম্যান্সের দিক থেকে বলি-এটা আমার কল না, এটা নির্বাচকদের কল। আমার মন্তব্য করাটা ঠিক না। কিন্তু খেলাটা সহজ হবে না।’

নতুন কেন্দ্রীয় চুক্তিতে কি মুশফিক-মাহমুদউল্লাহ থাকবেন? নাজমূলের উত্তর, ‘এটা আমি এই মুহূর্তে আলাপ করতে পারছি না।’

এআর

Link copied!