লিড নিয়ে চা বিরতিতে জিম্বাবুয়ে

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৫, ০২:৫৩ পিএম
লিড নিয়ে চা বিরতিতে জিম্বাবুয়ে

ঢাকা: শন উইলিয়ামস ফেরাতেই কিছুটা স্বস্তি। ইনিংসের ৫৫তম ওভারে মেহেদী হাসান মিরাজের বলে লং অফ দিয়ে ছক্কা মারার প্রচেষ্টায় মাহমুদুল হাসানের কাছে ক্যাচ দিয়েছেন এই বাঁহাতি। 

ফিরেছেন ৫৯ রান করে। ওপেনার ব্রায়ান বেনেটের ফিফটির পর উইলিয়ামসের এই ইনিংসে ভর করে প্রথম ইনিংসে লিড নিয়েছে জিম্বাবুয়ে।

দ্বিতীয় সেশন শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৬ উইকেটে ২১৩ রান। এগিয়ে আছে ২২ রানে। এই সেশনে খেলা হয়েছে ২৬ ওভার, ২ উইকেট হারিয়ে জিম্বাবুয়ে করেছে ৮০ রান।

উইলিয়ামস ছাড়া দ্বিতীয় সেশনে আউট হয়েছেন ওয়েসলি মাধেভেরে। তাকে ফিরিয়েছেন সকাল থেকেই দারুণ বোলিং করে আসা পেসার খালদে আহমেদ। খালেদের অফ স্টাম্পের বাইরের বলে ব্যাক ফুটে খেলতে গিয়ে ইনসাইড এজ হয়ে বোল্ড হয়েছেন মাধেভেরে।

এআর

Link copied!