সরকারি কর্মকর্তা হচ্ছেন রিংকু!

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২৬, ২০২৫, ০২:৪৮ পিএম
সরকারি কর্মকর্তা হচ্ছেন রিংকু!

ঢাকা: সম্প্রতি ভারতের রাজনীতিতে পরিচিত মুখ প্রিয়া সরোজের সঙ্গে সম্প্রতি আংটি বদল করেছেন রিংকু সিং। 

২৬ বছর বয়সী প্রিয়া বর্তমানে লোকসভার দ্বিতীয় সর্বকনিষ্ঠ সদস্য এবং নারী সংসদ সদস্যদের মধ্যে সবচেয়ে কম বয়সী। কয়েকদিন আগে দু’জনের বাগদান সম্পন্ন হয়েছে। 

তবে বিয়ের আনুষ্ঠানিকতার জন্য বেছে নেওয়া হয়েছিল আগামী নভেম্বরকে। কিন্তু তা পিছিয়ে যাচ্ছে। পরবর্তী বছর বিয়ের আনুষ্ঠানিকতা হবে বলে শোনা যাচ্ছে। 

ভারতের শিক্ষা খাতে অবদানের সুযোগ পেতে পারেন তরুণ তারকা ক্রিকেটার রিংকু সিং। কেবল তাই নয়, উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকেই তাকে বেসিক এডুকেশন অফিসার পদে নিয়োগ দেওয়া হতে পারে বলে জানিয়েছে ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এই তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি ও নিউজ১৮।

প্রতিবেদনে বলা হয়েছে, রিংকুর নিয়োগ নিয়ে ইতোমধ্যে বেসিক এডুকেশন পরিচালক স্বাক্ষরিত একটি চিঠি ইস্যু করা হয়েছে। যেখানে মেডেল উইনার্স ডিরেক্ট রিক্রুটমেন্ট বিধি-২০২২ এর অধীনে তাকে শিক্ষা কর্মকর্তা পদে দায়িত্ব প্রদানের কথা বলা হয়। 

এই নিয়োগের বিষয়টি হবে প্রাদেশিক সরকারের আন্তর্জাতিক অ্যাথলেটকে সম্মাননা দেখানোর নীতি অনুসারে। এর আগেও সামরিক ও সরকারের বিভিন্ন পদে সম্মানজনক এমন স্বীকৃতি দিতে দেখা গেছে ভারতীয় তারকা অ্যাথলেটদের।

বেশ সংগ্রাম করেই বেড়ে উঠেছেন রিংকু সিং। ১৯৯৭ সালের ১২ অক্টোবর তার জন্ম আলিগড়ে। এক সময় তার বাবা গ্যাস সিলিন্ডার বিতরণের কাজ করতেন, প্রাথমিক অবস্থায় তার কাজে সহায়তা করতেন রিংকু নিজেও। তবে খেলার প্রতি আবেগ ও ‍নিবেদন ছিল বাঁ-হাতি এই ব্যাটারের। 

স্কুলের মাঠেই তার ব্যাটিং প্রতিভা ধীরে ধীরে নজরে আসে। স্কুল ক্রিকেটে শিরোপা জয়ের মাধ্যমেই পান প্রথম স্বীকৃতি। ঘরোয়াতে ভালো করার পর একপর্যায়ে আইপিএলে ফর্ম দেখিয়ে জায়গা পান ভারত জাতীয় দলে।

এআর

Link copied!