কপাল পুড়লো ইনিয়েস্তার

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৪, ২০১৬, ১০:৫৬ এএম
কপাল পুড়লো ইনিয়েস্তার

জিতেছে বার্সেলোনা। কিন্তু কপাল পুড়লো ইনিয়েস্তার। মারাত্মক ইনজুরিতে পড়েছেন তিনি। এতোটাই ইনজুরি যে আগামী আট সপ্তাহ তাকে মাঠে বাইরে থাকতে হবে ইনিয়েস্তাকে। মাসের হিসেবে দুই মাস। একজন নিয়মিত খেলোয়াড়ের জন্য সময়টা একেবারে কম নয়। আর মোটামোটি দীর্ঘ এই দুইটা মাস মাঠের বাইরে থাকতে হবে বার্সেলোনার সেরা মিডফিল্ডার স্প্যানিশ তারকা আন্দ্রেজ ইনিয়েস্তাকে।

লা লিগায় শনিবার ভ্যালেন্সিয়ার মাঠে ম্যাচের প্রথমার্ধে এনজো পেরেজের ট্যাকলে মাটিতে লুটিয়ে পড়েন ইনিয়েস্তা। সঙ্গে সঙ্গেই স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাকে। ম্যাচ শেষে বার্সেলোনা জানিয়েছে, ইনিয়েস্তার ডান হাঁটুর লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। সেরে উঠতে ছয় থেকে আট সপ্তাহ সময় লাগবে। এটাকে বার্সেলোনার জন্য বড় একটা ধাক্কাই বলা যায়।

ইনিয়াস্তার চোটের কারণে আরেকটি শঙ্কা জাগলো বার্সা শিবিরে। আগামী ৪ ডিসেম্বর রিয়াল মাদ্রিদ-বার্সোলোনা ‘এল ক্লাসিকো’। সময়ের হিসাবে ইনিয়েস্তা ওই ম্যাচে মাঠে থাকতে পারবেন কিনা সেইটাই এখন বড় প্রশ্ন হয়ে দাড়িয়েছে।

এর আগে গত বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটিকে ৪-০ গোলে হারানোর ম্যাচে চোট পান জরদি আলবা ও জেরার্ড পিকে।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Link copied!