অবশেষে বিয়ের পিঁড়িতে রোনালদো-জর্জিনা

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১২, ২০২৫, ১১:২১ এএম
অবশেষে বিয়ের পিঁড়িতে রোনালদো-জর্জিনা

ঢাকা: সপ্তাহ খানেক আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে কয়েকটি ছবি শেয়ার করেছিলেন জর্জিনা রদ্রিগেজ। মূলত ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে গ্র্যান্ড পার্টির আয়োজন করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা যুগল। জর্জিনার পোস্ট করা ছবিগুলো প্রকাশ্যে আসার পর থেকেই রোনালদোর সঙ্গে তাঁর বিয়ের গুঞ্জন নতুন করে তুঙ্গে ওঠে।

অবশেষে সেই গুঞ্জনই বাস্তবে রূপ নিতে চলেছে। দীর্ঘ দিনের প্রেমিকা জর্জিনাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন ৪০ বছর বয়সী পর্তুগিজ মহাতারকা। প্রত্যাশিতভাবেই সেই প্রস্তাবে সায় দিয়েছেন জর্জিনা। বিষয়টি প্রকাশ্যে আনতে ইনস্টাগ্রামকেই বেছে নিয়েছেন তিনি—যেখানে প্রেমিকা থেকে স্ত্রী হতে চলার মুহূর্তটি ধরা পড়েছে।

আর্জেন্টিনায় জন্ম নেওয়া ৩১ বছর বয়সী মডেল জর্জিনার সঙ্গে রোনালদোর পরিচয় ২০১৬ সালে, যখন তিনি রেয়াল মাদ্রিদের হয়ে খেলছিলেন। স্পেনের রাজধানী মাদ্রিদে গুচির একটি শোরুমে প্রথম দেখা হয় তাঁদের। তখন শোরুমে বিক্রয়কর্মী হিসেবে কাজ করছিলেন জর্জিনা।

সেই পরিচয় ধীরে ধীরে গোপন সম্পর্কের রূপ নেয়। ২০১৭ সালের জানুয়ারিতে ফিফা দ্য বেস্ট পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রথমবার দুজনকে একসঙ্গে দেখা যায় এবং প্রেমের খবর প্রকাশ্যে আসে। নানা উত্থান-পতনের মধ্য দিয়ে প্রায় এক দশকের সম্পর্কে এখন তাঁদের চার সন্তান রয়েছে।

২০১৭ সালের নভেম্বরে জর্জিনা জন্ম দেন কন্যা আলানা মার্তিনাকে। একই বছর স্যারোগেসির মাধ্যমে জন্ম নেয় যমজ ইভা মারিয়া ও মাতেও। ২০২২ সালে জন্ম নেয় আরেক কন্যা বেলা; তবে দুর্ভাগ্যজনকভাবে, বেলার জমজ ভাই জন্মের সময়ই মারা যায়। এছাড়া, রোনালদোর আগের সন্তান ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়রের (২০১০ সালে জন্ম) দায়িত্বও নিয়েছেন জর্জিনা।

দীর্ঘ সময়ের সংসার জীবনের পর এবার আনুষ্ঠানিক পরিণয়ের পথে হাঁটছেন এই আলোচিত যুগল। ইনস্টাগ্রামে বাগদানের খবর জানিয়ে হাতের আঙুলে হীরের আংটি পরা ছবি পোস্ট করে জর্জিনা লিখেছেন, হ্যাঁ, আমি রাজি—এই জন্মে এবং আমার সব জন্মেই।

ওএফ

Link copied!