দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা নেইমার জুনিয়র এবারও ব্রাজিলের স্কোয়াডে জায়গা পাননি। অক্টোবরের আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে বুধবার (১ অক্টোবর) ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ কার্লো আনচেলত্তি। চোট কাটিয়ে ফিরেছেন রিয়াল মাদ্রিদের দুই তারকা ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো গোয়েস।
আগামী ১০ অক্টোবর সিউলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এবং ১৪ অক্টোবর টোকিওতে জাপানের বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা। মূলত ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ম্যাচ দুটি খেলছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
গত বছর অক্টোবরে জাতীয় দলের হয়ে খেলার সময় মারাত্মক ইনজুরিতে পড়েন নেইমার। এরপর থেকেই ব্রাজিল দলের বাইরে তিনি। চলতি বছর আল-হিলালে যোগ দেওয়ার পরও নিয়মিত চোট তাকে মাঠের বাইরে রেখেছে। এবার বাঁ পায়ের ঊরুতে ইনজুরির কারণে নেইমারকে স্কোয়াডে রাখেননি কোচ আনচেলত্তি। ফলে তার জাতীয় দলে প্রত্যাবর্তনের অপেক্ষা আরও দীর্ঘায়িত হলো।
রিয়াল মাদ্রিদের সাবেক কোচ আনচেলত্তি এবারই প্রথম ব্রাজিল স্কোয়াডে ডেকেছেন নিজের পুরোনো ছাত্র রদ্রিগোকে। ইনজুরি ও নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন ভিনিসিয়ুস জুনিয়রও। তাদের ফেরায় আক্রমণভাগে নতুন জুটি গঠনের ইঙ্গিত মিলছে।
তবে চোটের কারণে বাদ পড়েছেন একঝাঁক অভিজ্ঞ তারকা—গোলরক্ষক অ্যালিসন বেকার, ডিফেন্ডার মার্কিনিয়োস এবং ফরোয়ার্ড রাফায়েল রাফিনিয়া। বাদ পড়েছেন আন্দ্রে সান্তোস ও আলেসান্দ্রো রিবেইরোও।
গত মে মাসে ব্রাজিল দলের দায়িত্ব নেওয়ার পর আনচেলত্তি এখন পর্যন্ত ৪টি ম্যাচে সেলেসাওদের কোচিং করিয়েছেন। ফলাফল: ২ জয়, ১ ড্র ও ১ হার। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব শেষে ব্রাজিল আছে পঞ্চম স্থানে।
ব্রাজিলের পূর্ণ স্কোয়াড (অক্টোবর প্রীতি ম্যাচ)
গোলরক্ষক:
বেন্তো, এডারসন, হুগো সোসা
ডিফেন্ডার:
কাইয়ো হেনরিক, কার্লোস আগুস্তো, ডগলাস সান্তোস, এডার মিলিতাও, ফ্যাব্রিসিও ব্রুনো, গাব্রিয়েল মাগালায়েস, বেরাল্দো, ভ্যান্ডারসন, ওয়েসলি
মিডফিল্ডার:
আন্দ্রে, ব্রুনো গুইমারেস, ক্যাসেমিরো, জোয়েলিন্টন, জোয়াও গোমেস, লুকাস পাকেতা
ফরোয়ার্ড:
এস্তেভাও উইলিয়ান, গাব্রিয়েল মার্টিনেল্লি, ইগোর জেসুস, লুইস হেনরিক, মাথিউস কুনহা, রিসার্লিসন, রদ্রিগো, ভিনিসিয়ুস জুনিয়র।
এম
আপনার মতামত লিখুন :