বিনামূল্য ঢাকা টেস্ট দেখার সুযোগ পাচ্ছেন যারা

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৫, ০৬:০৮ পিএম
বিনামূল্য ঢাকা টেস্ট দেখার সুযোগ পাচ্ছেন যারা

ফাইল ছবি

আগামীকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে ঢাকা টেস্ট, যেখানে আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের মুখোমুখি লড়াই দেখা যাবে। স্টেডিয়ামে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থী এবং শিক্ষকরা বিনা মূল্যে খেলা দেখতে পারবেন।

শিক্ষার্থী বা শিক্ষকরা পরিচয়পত্র দেখালে শহীদ মুশতাক স্ট্যান্ডের আপার গ্যালারির নির্ধারিত অংশে প্রবেশের সুযোগ পাবেন। এ জন্য স্টেডিয়ামের ৫ নম্বর গেট ব্যবহার করার অনুরোধ করা হয়েছে।

বিসিবি জানিয়েছে, নিরাপত্তার কারণে স্টেডিয়ামে কোনো ধরনের ব্যাগ, বাইরের খাবার, পানির বোতল বা নিষিদ্ধ সামগ্রী আনা সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

এসএইচ 
 

Link copied!