ফাইল ছবি
গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর ব্যাপকভাবে ভাইরাল হয়। বলা হয়েছিল জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিবি পরিচালক খালেদ মাসুদ পাইলট জামায়াতে ইসলামি দলের সঙ্গে যুক্ত হচ্ছেন। খবরটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই সাধারণ মানুষ, ভক্ত ও ক্রীড়া অনুরাগীরা বিস্মিত হয়ে প্রশ্ন তুলেছেন-সত্যিই কি পাইলট রাজনীতিতে যোগ দিচ্ছেন?
তবে নিজেই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, এমন কিছু হবে না। দেশের একটি গণমাধ্যমের সঙ্গে আলাপে পাইলট বলেন, ‘আমি ক্রীড়া অনুরাগী মানুষ। জন্মগতভাবেই ক্রীড়া পরিবারের ছেলে। আমার বাবাও ছিলেন জাতীয় ফুটবলার। আমি জাতীয় দলে খেলেছি অনেকদিন। অধিনায়কত্ব করেছি। এখন বিসিবি পরিচালক হয়েছি দেশের ক্রিকেটের উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্য নিয়ে। আপাতত আমার রাজনীতিতে সম্পৃক্ত হবার কোনো ইচ্ছে নেই। সব রাজনৈতিক দলের প্রতি সমান শ্রদ্ধা রেখেই বলছি আমার এখন কোনো রাজনৈতিক দলে যোগদানের প্রশ্নই আসে না। এখন আমি রাজনীতি নিয়ে ভাবছিওনা।’
পাইলট আরও বলেন, ‘আমার সার্বক্ষণিক চিন্তা এখন খেলাধুলা, বিশেষ করে ক্রিকেট। কি করে ক্রিকেটের উন্নয়ন ঘটবে, আমি সে চিন্তায় বিভোর। সম্প্রতি বিসিবির সঙ্গে যুক্ত হয়েছি ক্রিকেটকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে। এ অবস্থায় রাজনীতিতে জড়ানোর প্রশ্নই আসে না। তেমন কোনো সম্ভাবনা নেই।’
তবে তিনি উল্লেখ করেছেন, সামাজিক দায়বদ্ধতার কারণে বিসিবির বাইরের কিছু অনুষ্ঠানে অংশ নিতে পারেন। পাইলট বলেন, ‘যদি আমি কোনো খেলার প্রোগ্রামে যাই, যেমন আগামীকাল ২৮ নভেম্বর একটি খেলাধুলার অনুষ্ঠানে অংশ নিচ্ছি, কেউ যদি আমাকে কোনো দলের ব্যানারের লোক মনে করেন, তাহলে বলার কিছু থাকবে না। আমি আশা করি, বিসিবির বাইরের এই ধরনের কর্মকাণ্ডে অংশগ্রহণকে কেউ রাজনীতির সঙ্গে যুক্ত করবেন না।’
বিশেষজ্ঞরা মনে করছেন, খালেদ মাসুদ পাইলটের এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভ্রান্ত খবরের বিরোধী হিসেবে একটি পরিষ্কার বার্তা দিচ্ছে। দেশের ক্রীড়াপ্রেমী এবং ক্রিকেটপ্রেমীরা এখন নিশ্চিন্ত হতে পারছেন যে, পাইলটের মন সম্পূর্ণভাবে দেশের ক্রীড়ার উন্নয়নে নিয়োজিত।
পাইলটের বক্তব্যে আরও স্পষ্ট হয়েছে-রাজনীতির প্রলোভন বা চাপের বাইরে থাকলেও তিনি দেশের ক্রিকেটের জন্য পরিকল্পনা ও বাস্তবায়নের ক্ষেত্রে সক্রিয় ভূমিকা রাখবেন। তাঁর এই অবস্থান কেবল খেলাধুলা নয়, দেশের ক্রীড়াব্যবস্থাপনায় স্থিতিশীলতা ও নেতৃত্ব প্রদানের সংকল্পকেও তুলে ধরেছে।
এসএইচ
আপনার মতামত লিখুন :