ছবি: সংগৃহীত
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ভারতের কাছে বড় ব্যবধানে হেরেছে পাকিস্তান। প্রায় সাড়ে চারশ রান তাড়া করার লক্ষ্য না থাকলেও ২৪১ রানের মাঝারি লক্ষ্যেই মুখ থুবড়ে পড়ে পাকিস্তান যুব দল। শেষ পর্যন্ত ৪১.২ ওভারে ১৫০ রানে অলআউট হয়ে ৯০ রানের পরাজয় বরণ করে তারা।
রোববার দুবাইয়ের আইসিসি ক্রিকেট অ্যাকাডেমি মাঠে টস জিতে ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। তবে শুরুটা ভালো হয়নি ভারতের। আগের ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে ঝড়ো ইনিংস খেলা সূর্যবংশী এদিন মাত্র ৫ রান করে আউট হন। অধিনায়ক আয়ুশ মহাত্রে ২৫ বলে ৩৮ রানের ঝরঝরে ইনিংস খেললেও ইনিংস বড় করতে পারেননি। ভিহান মালহোত্রা ও ভেদান্ত ত্রিবেদিও দ্রুত ফিরে যান।
তিন নম্বরে নেমে অ্যারন জর্জ এক প্রান্ত আগলে রাখেন। ৮৮ বল খেলে ১২টি চার ও একটি ছক্কায় ৮৫ রান করেন তিনি। তবে নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকায় ১৭৪ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। সেখান থেকে কানিশক চৌহানের কার্যকর ইনিংসে ঘুরে দাঁড়ায় দলটি। ৪৬ বলে দুই চার ও তিন ছক্কায় ৪৬ রান করে তিনি ভারতকে লড়াকু পুঁজি এনে দেন। শেষ পর্যন্ত ৪৬.১ ওভারে ২৪০ রানে অলআউট হয় ভারত।
পাকিস্তানের হয়ে মোহাম্মদ সায়েম ও আবদুস সোবহান নেন তিনটি করে উইকেট। নিকাব শফিকের ঝুলিতে যায় দুটি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমেই চাপে পড়ে পাকিস্তান। দীপেশ দেবেন্দ্রনের গতির সামনে প্রথম ১২.৫ ওভারেই মাত্র ৩০ রানে তিনটি উইকেট হারায় তারা। এই তিন উইকেটই নেন দীপেশ। এরপর কোনো রান যোগ হওয়ার আগেই কানিশক চৌহানের স্পিনে ফেরেন ওপেনার উসমান খান।
শুরুর এই ধাক্কা থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি পাকিস্তান। মিডল অর্ডারে হুজায়ফা আহসান একাই লড়াই করেন। দলীয় সর্বোচ্চ ৭০ রান করলেও অন্য ব্যাটসম্যানদের ব্যর্থতায় বড় হার এড়ানো সম্ভব হয়নি।
দীপেশের গতি আর চৌহানের স্পিনে বিধ্বস্ত পাকিস্তান শেষ পর্যন্ত ১৫০ রানেই গুটিয়ে যায়। উদ্বোধনী ম্যাচেই শক্ত বার্তা দিয়ে এশিয়া কাপ শুরু করল ভারত।
এসএইচ
আপনার মতামত লিখুন :