মাথায় আঘাত পেয়ে হাসপাতালে শরিফুল

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫, ০৩:৪৭ পিএম
মাথায় আঘাত পেয়ে হাসপাতালে শরিফুল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশ আসর শুরুর আগে নানা নেতিবাচক আলোচনায় থাকা চট্টগ্রাম রয়্যালস মাঠে নেমেই প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে ইতিবাচক বার্তা দেয়। তবে সেই স্বস্তির রেশ কাটতে না কাটতেই দ্বিতীয় ম্যাচের আগে দুঃসংবাদ পেল দলটি। অনুশীলনের সময় মাথায় আঘাত পান দলের বাঁ–হাতি পেসার শরিফুল ইসলাম।

রোববার (২৮ ডিসেম্বর) বিপিএলে খেলা না থাকায় সিলেটে অনুশীলনে নামে চট্টগ্রাম রয়্যালস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার মাঠে অনুশীলনের একপর্যায়ে হঠাৎ মাথায় আঘাত পান শরিফুল। বিষয়টি আঁচ করতে পেরে সঙ্গে সঙ্গে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালে নেওয়ার পর শরিফুলের প্রয়োজনীয় পরীক্ষা–নিরীক্ষা করা হয়। প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, তার চোট গুরুতর নয় এবং বড় কোনো জটিলতার আশঙ্কা নেই। 

চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির টিম ডিরেক্টর হাবিবুল বাশার সুমন বলেন, সবকিছু ঠিক আছে। স্ক্যান করা হয়েছে, কোনো সমস্যা ধরা পড়েনি।

বিপিএলে টানা দুই দিন ম্যাচ খেলার পর এক দিনের বিরতিতে অনুশীলনের সময় এই ঘটনায় কিছুটা উদ্বেগ তৈরি হলেও চিকিৎসকদের আশ্বস্তবার্তায় স্বস্তি ফিরেছে চট্টগ্রাম শিবিরে।

এসএইচ 

Link copied!