অতিরিক্ত কোচের খেসারত!

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৯, ২০১৬, ১১:৩৫ এএম
অতিরিক্ত কোচের খেসারত!

দক্ষিণ আফ্রিকার কাছে অস্ট্রেলিয়ার সেই লজ্জাজনক হারের চুলচেরা বিশ্লেষন চলছেই। তাতে বেরিয়ে আসছে নতুন নতুন তথ্য। কদিন আগে সাবেক ক্রিকেটার রিকি পন্টিং দায়ী করেছিলেন গ্রেট কোচদের অনুপস্থিতিকে। এবার দোষারোপ করা হচ্ছে অতিরিক্ত কোচিং স্টাফের উপস্থিতি। 

গতকাল এমন কথা শোনা গেলো অস্ট্রেলিয়ান একটি টেলিভিশনের সঙ্গে কথা বলা সাবেক উইকেটকিপার-ব্যাটসম্যান ইয়ান হিলি। তাঁর মতে, জাতীয় দলে এত কোচের কারণেই বেহাল দশা অস্ট্রেলিয়ার!

প্রধান কোচ ড্যারেন লেম্যান তো আছেনই। তাঁকে সাহায্য করতে অস্ট্রেলিয়া দলে আছেন বোলিং কোচ ডেভিড সাকের, ব্যাটিং কোচ গ্রায়েম হিক, স্পিন বোলিং কোচ জন ডেভিসন, ফিল্ডিং কোচ গ্রেগ ব্লিউয়েট। এর বাইরে আছেন ফিল্ডিং উপদেষ্টা, কন্ডিশনিং কোচও। জাতীয় দলে এত কোচের ছড়াছড়িতে আসল কাজটাই হচ্ছে না বলে করেন ইয়ান হিলি, ‘একটা দলকে সাহায্য করতে এত কোচ! কিন্তু আমরা তো এখন দেখতেই পাচ্ছি, এর কোনো প্রভাব খেলায় নেই।’

এসব কোচদের বরং প্রতিভা অন্বেষণ ও পরিচর্যার কাজে লাগাতে পরামর্শ দিলেন হিলি, ‘আমরা এদের তো অনুর্ধ্ব ১৪, ১৫, ১৬ দলগুলোকে পরিচর্যার কাজে লাগাতে পারি। আমার মতে, জাতীয় দলে শুধু একজন প্রধান কোচ ও একজন সহকারী থাকলেই হয়।’

সেই সহকারী কোচের কাজটা কী হবে তাও বলে দিলেন হিলি, ‘সর্বশেষ ১২ মাসে আমরা কয়েকবার ৮০ রানের কমে ১০ উইকেট হারিয়েছি। তাহলে আমি কীভাবে বলব যে ব্যাটিং কোচ কাজ করছে! এই জায়গাটায় আমাদের নজর দিতে হবে।’

আর এ জন্যই লেম্যানের সহকারী হিসেবে এই জায়গায় ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার কোচ ও সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার জাস্টিন ল্যাঙ্গারকে পছন্দ হিলির। ক্রিকবাজ।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Link copied!