অজন্তা মেন্ডিসকে ছাপিয়ে মোস্তাফিজ

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৯, ২০১৭, ০১:৩৬ পিএম
অজন্তা মেন্ডিসকে ছাপিয়ে মোস্তাফিজ

ঢাকা : ডাম্বুলায় দ্বিতীয় ওয়ানডেটি বাজে কেটেছে মোস্তাফিজুর রহমানের। ১৩ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে এত বাজে বল আগে কখনও করেননি। শ্রীলঙ্কার ৩১১ রান তোলার দিনে মোস্তাফিজ রান দেয়ায় বেশ উদারই ছিলেন। ১০ ওভারে দিয়েছেন ৬২ রান। উইকেট নিতে পেরেছেন মোটে ১টি। এমন দিনে প্রাপ্তি আর কি থাকে! কিন্তু পরিসংখ্যান বলছে, মোস্তাফিজ দ্বিতীয় ওয়ানডেতে একটা রেকর্ডও করে ফেলেছেন।

কি সেই রেকর্ড? ক্যারিয়ারে ১২ তম ওয়ানডে শেষে মোস্তাফিজের উইকেট সংখ্যা ছিল ৩৩টি। ১৩ তম ম্যাচে এসে দিনেশ চন্ডিমালের উইকেট নিয়ে সেটা দাঁড়িয়েছে ৩৪-এ। ১২ ম্যাচ খেলে ৩৩টি উইকেট পাওয়াটাও ছিল মোস্তাফিজের রেকর্ড। সেটি বজায় থাকল ১৩ তম ম্যাচ খেলার পরও।

৩৪ উইকেট নিয়ে মোস্তাফিজ ভেঙে দিয়েছেন শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিসের রেকর্ড। ১৩ ম্যাচে লঙ্কান ‘রহস্যময়’ স্পিনার তুলে নিয়েছিলেন ৩৩ উইকেট। শ্রীলঙ্কার মাটিতে ছোট্ট এই রেকর্ডটি নিজের করে নিয়েছেন মোস্তাফিজ। এই অর্জন নিশ্চয় তাকে পরের ম্যাচটি ভালো খেলতে প্রেরণা যোগাবে।

সোনালীনিউজ/এমটিআই

Link copied!