লা লিগার শিরোপা নিয়ে কী বললেন জিদান?

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২০, ২০১৭, ০৮:২০ পিএম
লা লিগার শিরোপা নিয়ে কী বললেন জিদান?

ঢাকা: রিয়াল মাদ্রিদকে বর্তমান অবস্থানে পৌঁছে দিতে অসাধারণ ভুমিকা রেখে চলেছেন কোচ জিনেদিন জিদান। এই মুহুর্তে লা লীগার পয়েন্ট টেবিলে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ৩ পয়েন্টে এগিয়ে রোনালদো-বেলরা। রোববার (২১ মে) মালাগার সঙ্গে ড্র করতে পারলেই পাঁচ বছরের মধ্যে প্রথম এই টুর্নামেন্টের শিরোপা ঘরে তুরতে পারবে রিয়াল।

এমন অবস্থায় জিদান জানালেন লা লীগার শিরোপা জয় পরাজয় রিয়াল মাদ্রিদের হাতেই। শনিবার (২০ মে) তিনি বলেন, ‘এটি এখন আমাদের হাতেই রয়েছে। যা খুবই গুরুত্বপূর্ণ। সামনে আর মাত্র একটি ম্যাচ রয়েছে। শিরোপাটি ঘরে তুলতে হলে সেখানে আমাদেরকে কঠিন পরিশ্রম করতে হবে। এই মুহূর্তে আমরা যেখানে অবস্থান করছি তাতে আমরাই জয়ের অন্যতম দাবিদার।’

রিয়াল মাদ্রিদ কোচ বলেন, ‘দলের সব খেলোয়াড়ই ভাল করেছে। দলীয় সফলতায় তারা সবাই গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে। ৬০ ম্যাচের গোটা মৌসুমে সবাই মিলে দলীয় পারফর্মেন্সকে একই লেবেলে ধরে রেখেছে। শারীরিকভাবে বিষয়টি কঠিন হলেও দলের জন্য সেটি ছির খুবই গুরুত্বপূর্ণ বিষয়।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Link copied!