মুম্বাই না পুণে, কার হাতে উঠছে শিরোপা?

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২১, ২০১৭, ১২:৩৮ পিএম
মুম্বাই না পুণে, কার হাতে উঠছে শিরোপা?

ঢাকা: আইপিএলে প্রথমবার ফাইনালে উঠেছে রাইজিং পুণে সুপারজায়ান্ট। আর আইপিএলে দু’বার শিরোপা জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স। হায়দরাবাদের ফাইনালে কে শিরোপা ঘরে তুলবে প্রথমবার পুণে না তৃতীয়বার মুম্বাই। এই প্রশ্নের উত্তর মিলবে রোববার রাতে। দশম আইপিএলের ফাইনাল ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

ফাইনালে কোন দল ফেবারিট? পরিসংখ্যান বলছে, এবারের আইপিএলে পুণে-মুম্বাই একে অপরের মুখোমুখি হয়েছে তিনবার। সবগুলো ম্যাচই জিতেছে পুণে।সেদিক থেকে বিচার করলে ফাইনালের আগে পুণেই কিছুটা এগিয়ে। এই দলে অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভ স্মিথের সঙ্গে রয়েছেন অভিজ্ঞ মহেন্দ্র সিং ধোনি। যার অভিজ্ঞতা পুণের সাফল্যে বড় ভুমিকা রেখেছে।  

শনিবার সংবাদ সম্মেলনে স্টিভ স্মিথও জানালেন, পরিসংখ্যান তাদের আত্মবিশ্বাস যোগাবে,‘ হ্যাঁ, এই তথ্যটা আমাদের একটু আত্মবিশ্বাস জোগাবে ঠিকই, কিন্তু আরো একটা ব্যাপার মাথায় রাখতে হবে। ফাইনাল মানে নতুন একটা ম্যাচের লড়াই। ওই দিন যে ভাল খেলবে, ট্রফি তাদেরই।’ স্মিথের সুরেই কথা বলেছেন মুম্বইয়ের রোহিত শর্মাও। তিনি বলেন, ‘আমরা পুণের কাছে ম্যাচ হারছি কারণ ওই বিশেষ দিনটায় আমরা ভালো খেলতে পারছিলাম না। রোববার (২১ মে) সম্পূর্ণ আলাদা একটা দিন। আমাদের নিশ্চিত করতে হবে, আমরা ওদের চেয়ে ভাল ক্রিকেট খেলছি।’

দশম আইপিএলের শিরোপা কার মাথায় উঠবে সেটা সময় বলবে। তার আগে মুম্বাই এবার প্রথম থেকে অন্যতম ফেভারিট হিসেবে উঠে এলেও পুণেকে নিয়ে নানা সময় প্রশ্ন দেখা দিয়েছিল। সেই খারাপ সময় কাটিয়ে আবার ছন্দে ফিরেছে পুণে। কিন্তু তাদের সমস্যা হলো, দুরন্ত ফর্মে থাকা বেন স্টোকস চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি নিতে দেশে ফিরে গেছেন।শনিবারের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দু’দলের কোচ স্টিভেন ফ্লেমিং এবং মাহেলা জয়াবর্ধনে। পুণেকে নিয়ে কোচ ফ্লেমিং বলেছেন, ‘আমাদের দলের সাফল্যের পিছনে ধোনির ভূমিকা অনেক।’

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

 

Link copied!