সময় দিতে পারলে এসো, দ্রাবিড়কে শাস্ত্রী

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২০, ২০১৭, ১০:৩৭ পিএম
সময় দিতে পারলে এসো, দ্রাবিড়কে শাস্ত্রী

ঢাকা: আগেরবার রবি শাস্ত্রীকে সরিয়ে সৌরভ গাঙ্গুলীদের কমিটি কোচ হিসেবে বেছে নিয়েছিলেন অনিল কুম্বলেকে। এবার সেই সৌরভ শাস্ত্রীর কাছে হেরে গেলেন। সৌরভদের জুড়ে দেওয়া রাহুল দ্রাবিড় এবং জহির খানকে নিয়ে বিতর্ক থামছে না। কোচ হওয়ার পর নিজের পছন্দ মতো বোলিং কোচ বেছে নিয়েছেন শাস্ত্রী। ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারকে প্রমোশন দিয়ে শাস্ত্রীর ডেপুটি বানিয়ে দেওয়া হয়েছে।  

শ্রীলঙ্কায় গিয়ে শাস্ত্রী ঘুরিয়ে দ্রাবিড়কেও জানিয়ে দিলেন, সময় দিতে পারলে, তবেই তোমার জন্য দরজা খোলা, না হলে এসো না। অন্যদিকে, জহিরের ভূমিকা নিয়ে কোনও আলোচনাই হয়নি।

কোচ হওয়ার পর থেকে শাস্ত্রী বলে আসছেন, বিশ্বসেরা ক্রিকেটারদের পরামর্শ গ্রহণ করবেন তিনি। শচীন টেন্ডুলকারের পরামর্শ চেয়েছেন। শ্রীলঙ্কা সফরে গিয়ে শাস্ত্রী বললেন, ‘রাহুল এলে দলেরই লাভ হবে। রাহুল কীভাবে সময় দেবে, সেই ব্যাপারে ওকেই সিদ্ধান্ত নিতে হবে।  ও যদি সময় দিতে পারে, তা হলে আমার কোনও সমস্যাই নেই।’ তার মানে দ্রাবিড় পুরো সময় দিতে পারলেই তিনি তাকে চান।

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Link copied!