শচীনের এই সুপ্ত বাসনার কথা কেউ জানে না!

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২১, ২০১৭, ১১:২৫ এএম
শচীনের এই সুপ্ত বাসনার কথা কেউ জানে না!

ঢাকা: ভারতীয় ক্রিকেটে শচীন রমেশ টেন্ডুলকার একটি নাম। ক্রিকেট ছাড়ার পর যার জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। ২৪ বছরের ক্যারিয়ারে তিনি কতটা চড়াই-উৎরাই পেরিয়ে এসেছেন, তার কতটুকুই বা আমরা জানি। অস্ট্রেলিয়ার কিংবদন্তি ডেনিস লিলির জন্মদিনে শচীন তার অনেক অজানা কাহিনীর আরেকটি প্রকাশ করেছেন। তিনি যে এত বড় মাপের ব্যাটসম্যান অথচ তিনি ছোট বেলায় হতে চেয়েছিলেন ডেনিস লিলির মতো ফাস্ট বোলার। এ জন্য মুম্বাই থেকে ট্রেনে চেপে চেন্নাইয়ে গিয়েছিলেন শুধু লিলির সঙ্গে দেখা করে পরামর্শ নিতে।

লিলির জন্মদিনে তাকে শুভেচ্ছা জানাতে গিয়ে এমন কথাই লিখেছেন মাস্টার-ব্লাস্টার। শুধু তাই নয়, শচীন বোলার নন বরং তার মাঝে ব্যাটসম্যান হওয়ার সব গুন রয়েছে এটা প্রথম ধরেছিলেন লিলিই। শচীন লিখেছেন,‘ নেটে আমি লিলির মতো হতে চাইতাম।’

১৯৮৭ সালের সেই দিনটির কথা এখনও ভোলেননি শচীন। যেদিন তার সঙ্গে দেখা হয়েছিল লিলির। ওই সময়ের লিলির সঙ্গে একটি ছবি পোস্ট করে শচীন বলেন,‘ ১৯৮৭ সালের  সেই দিনটি আমি এখনও ভুলতে পারি না। সেদিন চেন্নাইয়ে আপনার সঙ্গে দেখা করেছিলাম। আমি সেখানে গিয়েছিলাম বোলার হওয়ার জন্য। আমার জীবনের এই সুপ্ত বাসনার কথা অনেকেই জানে না।’

সেই ঘটনা এখনও ঠিকঠাক মনে রেখেছেন শচীন। বাড়ি থেকে চেন্নাইয়ে রওনা হওয়ার আগে বড় ভাই কি বলেছিলেন ব্যাটিং বিস্ময়কে সেটাও মনে রেখেছেন। শচীন বলেন,‘ মুম্বাই থেকে চেন্নাই রওনা হওয়ার সময় ভাই বলেছিলেন তোর ব্যাটিং গিয়ার নিয়ে যাওয়াটা মন্দ হবে না। কারণ কিছুক্ষণ বোলিং করার পর তুই হয়তো এমনি দাড়িয়ে থাকবি।  তখন তুই প্যাড পরে ফাস্ট বোলারদের বিরুদ্ধে খেলতে পারিস।’

চেন্নাইয়ে গিয়ে সেটাই করেছিলেন শচীন। প্রথমে বোলিং করে পরে ব্যাট করেছিলেন। আর এটা দেখে কি বলেছিলেন লিলি সেটা শুনুন শচীনের মুখ থেকে,‘ আমি বোলিং করার পর বাকি সময়টা ব্যাটিং করি। যা দেখে আপনি বলেছিলেন, এই ছেলেটার বোলিং ভুলে ব্যাটিংয়ে মন দেওয়া উচিৎ।’ তারপরও শচীনের ফাস্ট বোলার হওয়ার ইচ্ছা মরে যায়নি।

তিনি বলেন,‘ আমার সেই ইচ্ছা চলতে থাকল। তবে ম্যাচে বল না করে নেটে আমার সেই ইচ্ছা পূরণ করতাম। কখনও ১৭ গজ দূর থেকে ছুটে এসে বল করতাম। নেটে আমি লিলির মতো হতে চাইতাম।’


সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/আকন

Link copied!