শাস্ত্রীয় যুগে প্রবেশ করতে যাচ্ছে ভারত

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২৫, ২০১৭, ০৮:৫৬ পিএম
শাস্ত্রীয় যুগে প্রবেশ করতে যাচ্ছে ভারত

ঢাকা: রবি শাস্ত্রীর কোচিংয়ে প্রথম টেস্ট খেলতে নামছে ভারত। বুধবার গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট বিরাট কোহলিদের। টেস্টে অভিষেক হতে চলেছে হার্দিক পাণ্ডের। মঙ্গলবার (২৫ জুলাই) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এমনই ইঙ্গিত দিলেন কোহলি।

২০১৫ সালে গলে সিরিজের প্রথম টেস্ট হেরেও পরের দু’টি টেস্ট জিতে শ্রীলঙ্কার মাটিতে ২২ বছর পর টেস্ট সিরিজ জিতেছিল ভারত। এবারও সিরিজের প্রথম টেস্টে গলে নামছে কোহলির দল। গতবার শাস্ত্রী ছিলেন টিম ডিরেক্টর। এবার তিনি কোহলিদের প্রধান কোচ।

অসুস্থতার কারণে গল টেস্টে নেই ওপেনার লোকেশ রাহুল। চোট সারিয়ে দীর্ঘদিন পর দলে ফিরলেও জ্বরের জন্য প্রথম টেস্টে খেলা হচ্ছে না রাহুলের। একাদশ নিয়ে কোহলি  বলেন, ‘গতবার আমরা এখানে হেরেছিলাম। আমরা একটা ব্যাটসম্যান কম খেলিয়েছিলাম। এবার ব্যালান্সড দল নিয়েই মাঠে নামব। আমাদের হার্দিক পাণ্ডের মতো বোলার রয়েছে। যে বোলিংয়েও উইকেট নিতে পারে। যে কোনও পিচেই ও উইকেট তুলে নিতে পারে। তাই হার্দিকের খেলার সম্ভাবনা রয়েছে।’

রাহুল অসুস্থ হওয়ায় গলে ভারতীয় ইনিংসের সূচনা করতে পারেন শিখর ধাওয়ান ও অভিনব মুকুন্দ। মঙ্গলবার সেই ইঙ্গিতও দিলেন কোহলি। তিনি বলেন, ‘রাহুল সলিড প্লেয়ার। অতীতে তিন ফরম্যাটেই নিজেকে প্রমাণ করেছে। কিন্তু ও না-থাকায় অন্যদের সামনে সুযোগ নিজেকে প্রমাণ করার। আশা করব, শিধর ও অভিনব দারুণ শুরু করবে।’

লঙ্কায় ভারতীয় ব্যাটসম্যানদের শুক্ত চ্যালেঞ্জ বাঁ-হাতি স্পিনার রঙ্গনা হেরাথ। তাকে নিয়ে কোহলির কন্ঠে সমীহের সুর। কোহলি বলেন, ‘হেরাথ দুর্দান্ত এক বোলার। গতবার ও আমাদের চ্যালেঞ্জ জানিয়েছিল। তবে আমাদের ব্যাটসম্যানরা এবার ওকে টক্কর দিতে তৈরি।’

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Link copied!