শেরে বাংলায় সেনা মহড়া

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১৭, ২০১৭, ০৬:১৮ পিএম
শেরে বাংলায় সেনা মহড়া

ঢাকা: নিরাপত্তা শঙ্কার অজুহাত দেখিয়ে গত এক দশক বাংলাদেশ সফরে আসেনি অস্ট্রেলিয়া ক্রিকেট দল। অনেক দেন দরবারের পর শুধু মাত্র দুইটি টেস্ট খেলেতে লাল সবুজের দেশে আসতে রাজি হয়েছে অজিরা। শুক্রবার (১৮ আগস্ট) ঢাকায় পা রাখবে স্টিভেন স্মিথের দল। অতিথি ক্রিকেট দলের নিরাপত্তায় কোনোরকম ফাক ফোকর রাখতে চায়না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর এ জন্যই বৃহস্পতিবার (১৭ আগস্ট) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে একটি মহড়ার আয়োজন করেছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কুইক রেস্কিউ ফোর্স কমান্ডার মেজর রোকুনুজ্জামানের নেতৃত্বে নিরাপত্তা নিয়ে সেনাবাহিনীর এই মহড়াটি অনুষ্ঠিত হয়।

এদিন মহড়াটি ১২.০৫ মিনিটে শুরু হয়ে তিন মিনিটের মত স্থায়ী ছিল। মহড়াটিতে মূলত হঠাৎ সন্ত্রাসী হামলা হলে কিরূপ ব্যবস্থা নেয়া হবে এটাই দেখানো হয়। মহড়া শেষে অধিনায়ক, ১ নং প্যারা কমান্ডো ব্যাটিলিয়ান অফিসার লে. কর্নেল এস এম ইমরুল হাসান সাংবাদিকদের বলেন, ‘আপনার জানেন বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জন্য এটা খুব প্রতিক্ষিত একটি সিরিজ। যেখানে দুটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। একটি ঢাকায় ও আরেকটি চট্টগ্রামে। বাংলাদেশ এ সিরিজের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘যে কোন নাশকতা ও সংকট মোকাবিলা করে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সেনাবাহিনীও কাজ করবে। যে কোনো মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা দিতে সেনবাহিনী প্রস্তুত থাকবে। তারা পরিস্থিতি সামাল দিতে না পারলে যত দ্রুত সম্ভব সেনাবাহিনী স্টেডিয়ামচত্বরে উপস্থিত হবে।’

বিসিবির নিরাপত্তা প্রধান মেজর (অব) হোসেন ইমাম বলেন, অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতেই সেনাবাহিনীর এই কমান্ডো মহড়া। মহড়ায় দেখা যায়, হঠাৎই সাদা রঙের একটি হেলিকপ্টার স্টেডিয়ামে নেমে মাঠের সেন্টার উইকেটের পাশে দাঁড়ায়। এরপর তার বুক থেকে হাতে ভারী অস্ত্র নিয়ে একে একে নেমে পড়ে মুখে কালো কাপড় জড়ানো সেনাবাহিনীর কমান্ডো দল। নেমেই ছড়িয়ে পড়লেন স্টেডিয়ামের চারদিকে। এমনভাবে সবাই ছুটছিলেন যেন কোন শত্রু ধাওয়া করছিলো। পুরো স্টেডিয়াম চত্বর একবার ঘুরে এলেন মাঠের ভেতরে। এরপর কমান্ডো দল এসে সশস্ত্র অবস্থান নিল মাঠের ভেতরে। কেউ বসে আবার কেউ দাঁড়িয়ে ভারী অস্ত্রগুলো তাক করে ধরলেন। কোন চিহ্নিত শক্রকে সমুলে উৎপাটন করতে বদ্ধ পরিকর।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Link copied!