‘ভারতকে দেখে শিখো’

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২১, ২০১৭, ০৫:২৬ পিএম
‘ভারতকে দেখে শিখো’

ঢাকা: সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না শ্রীলঙ্কার। জিম্বাবুয়ের সঙ্গে ওয়ানডে সিরিজ খোয়াতে হয়েছে। এরপর তিন টেস্টের সিরিজে ভারতের সামনে কোমর সোজা করে দাঁড়াতে পারেনি লঙ্কানরা। টানা তিন ম্যাচেই হেরে হোয়াইটওয়াশের লজ্জা পোহাতে হয়েছে। এমন অবস্থায় শ্রীলঙ্কানদের উপদেশ দিলেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।

কলকাতার মহারাজ বলেন, ‘বড় দল একবার আত্মবিশ্বাসের তলানিতে চলে গেলে তাদের ফিরিয়ে আনা কঠিন। এই শ্রীলঙ্কার অবস্থাও তাই। তাই তাদের একটাই উপদেশ, ভারতকে দেখে শিখো। অনেক বড় বড় নাম ভারতের ক্রিকেট থেকে সরে যাবার পরও তাদের উত্তরসূরি তৈরি হতে সময় লাগেনি।’

সৌরভ গাঙ্গুলী, ‘অনেকেই বলছে, শ্রীলঙ্কার মত একটা বড় দল এখন সন্ধিক্ষণে রয়েছে। এই মুহূর্তে এমন অজুহাত দেয়া খুবই সহজ। কিন্তু এখান থেকেই ঘুরে দাড়াতে হবে তাদের। ভারতও অনেক বড় বড় খেলোয়াড়কে হারিয়েছে। তারপরও তারা সেই ফাঁকা জায়গাগুলো পূরণ করেছে এবং এখন দুর্দান্ত ক্রিকেট খেলছে। তাই ভারতের কাছ থেকে শ্রীলঙ্কার শেখার আছে।’

একের পর এক ম্যাচ ও সিরিজ হারলেও, এই শ্রীলঙ্কা দলের মধ্যে প্রতিভা রয়েছে বলে মনে করেন গাঙ্গুলী। তিনি বলেন, ‘শ্রীলঙ্কার বর্তমান দলটি প্রতিভাবান। দলে অনেক তরুণ খেলোয়াড় রয়েছে। কিন্তু এই দলের লড়াই করার মানসিকতা নেই। এই জায়গায় তাদের উন্নতি করতে হবে। শুধুমাত্র প্রতিভা দিয়েই ক্রিকেটে সফল হওয়া যায় না। জয় পাবার ইচ্ছা, লড়াই করার মানসিকতা ও সাহস খুব বেশি জরুরি। ভারতের কাছে টেস্ট সিরিজ হার, যদি তারা ভুলে যেতে চায় তা হলে ভুল করবে। ওই সিরিজ থেকেই শিখতে হবে। ভারতীয় ক্রিকেটারদের মতো হতে চেষ্টা করুক। ভুল শট, মনোসংযোগ হারিয়ে আউট হওয়া যদি চলতেই থাকে, তা হলে তাদের এই সন্ধিক্ষণ দীর্ঘ হতে থাকবে।’

চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে ভারতকে হারিয়েছিলো শ্রীলঙ্কা। ওই জয় টনিক হিসেবে এবারের সিরিজে কাজে দিতো তাদের। কিন্তু জিম্বাবুয়ের কাছে ওয়ানডে সিরিজ হার, শ্রীলঙ্কাকে পিছিয়ে রাখবে বলে জানান গাঙ্গুলী, ‘জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হার, অনেক বড় লজ্জার। ওই সিরিজটি জিততে পারলে আত্মবিশ্বাসে ভরপুর থাকতো তারা। কিন্তু সেটি আর সম্ভব হচ্ছে না। এরমধ্যে সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরে আরও ব্যাকফুটে চলে যায় শ্রীলঙ্কা।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Link copied!