সাকিব-মিরাজদের সামলাতে স্মিথদের অভিনব অনুশীলন

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২৩, ২০১৭, ০৭:৫৯ পিএম
সাকিব-মিরাজদের সামলাতে স্মিথদের অভিনব অনুশীলন

ঢাকা: বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়াকে ঝামেলায় ফেলবে স্পিনাররা। বিশেষ করে সাকিব আল হাসান-মেহেদি হাসান মিরাজদের সামলাতে যথেষ্ট বেগ পেতে হবে অসিদের। এটা তারা ভালো করেই জানে। আর সে কারণে স্পিন সামলাতে অনুশীলনেও অভিনব পন্থা নিয়ে এসেছে অস্ট্রেলিয়া। বুধবার স্মিথ-ওয়ার্নাররা প্যাড ছাড়াই অনুশীলন করেছেন।

দেখা গেছে, উইকেটে প্যাড ছাড়া দাঁড়িয়ে ব্যাটসম্যান, আর পেছনে উইকেটরক্ষক। এ অবস্থাতেই ছুড়ে দেওয়া হচ্ছে বল। আর প্যাড ছাড়াই সে বল সামলে নেওয়ার চেষ্টা করছেন ব্যাটসম্যান। এই অনুশীলনের ব্যাখ্যা দিয়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল, ‘২০১২ সালে জাস্টিন ল্যাঙ্গার যখন ব্যাটিং কোচ ছিলেন, তখন এমনটা করেছিলাম। স্পিনের মুখোমুখি হয়ে ব্যাটের ব্যবহারটা নিশ্চিত করাই এ অনুশীলনের লক্ষ্য। আপনার সামনে যদি প্যাডের নিরাপত্তা না থাকে, তাহলে পা সরিয়ে নেবেন এবং ব্যাট ব্যবহার করবেন। এটা আমাদের রক্ষণটা ঠিক করার জন্য। এতে আত্মবিশ্বাসও তৈরি হয়, ব্যাট দিয়ে নিজেকে রক্ষা করা যায়, প্যাডের দরকার হয় না।’

সাকিব-মিরাজ স্ট্যাম্প বরাবর বল করে থাকেন। এই দুজনকে সামলাতেই অস্ট্রেলিয়ার এই অনুশীলন। ম্যাক্সওয়েলও বললেন সেই কথা, ‘যাঁরা স্টাম্প সোজা বল করেন, তাঁদের বিপক্ষে এটি খুবই কার্যকর এবং বাংলাদেশ তা খুব ভালোভাবে করে। তারা এ লাইনে টানা বল করে এবং রক্ষণের ওপর চাপ সৃষ্টি করে। তাই আমরা এ নিয়ে কাজ করতে থাকব।’
 
সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Link copied!