সিলেটে গ্যালাকটিকো স্পোর্টস একাডেমির যাত্রা শুরু

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০১৭, ০৮:২৭ পিএম
সিলেটে গ্যালাকটিকো স্পোর্টস একাডেমির যাত্রা শুরু

ঢাকা: সিলেটে এমকে গ্যালাকটিকো স্পোর্টস একাডেমির যাত্রা শুরু হয়েছে। রোববার আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সের উদ্বোধন করেন সিলেট সিক্সার্সের চেয়ারম্যান সাহেদ মুহিত। যাত্রা শুরুর প্রাক্কালে শুধু সিলেটে নয়, দেশের ক্রীড়াঙ্গনেও ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করলেন আয়োজকরা, তাদের সাথে সুর মিলিয়ে অতিথিরা আগামীর দিনের ক্রিকেট ও ফুটবল তারকারা এখান থেকে বেরিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

একাডেমির সভাপতি মঈন উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও মনোজ রায়ের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী, সিলেট সিক্সার্সের উপদেষ্টা ব্যারিস্টার নিহাদ কবির,  সাঈদ আখতার হোসেন উদ্দিন, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ লিপু, সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ, সিলেট সিক্সার্সের ম্যানেজার হাসিবুল হোসেন শান্ত, বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, বাফুফে সদস্য মাহি উদ্দিন আহমেদ সেলিম, একাডেমির ভাইস প্রেসিডেন্ট তারিক আলী। আরও উপস্থিত ছিলেন একাডেমির ভাইস প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ, ইমরুল কায়েস, সাধারণ সম্পাদক মিলন খান, কোষাধ্যক্ষ রুহেল মিয়া, অপারেশন ম্যানেজার তপন মালাকার, ফুটবল কোচ এ্যাডভাইজার জানে-ই-আলম নুরী রাহেল, ক্রিকেট কোচ এ্যাডভাইজার মাহমুদ ইমন ও আবদাল মিয়া প্রমুখ।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Link copied!