এশিয়া কাপ হকিতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন জিমি

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০১৭, ০৩:৩২ পিএম
এশিয়া কাপ হকিতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন জিমি

ঢাকা: দীর্ঘ ৩২ বছর দ্বিতীয়বারের মতো এশিয়া কাপ হকি আয়োজক হয়েছে বাংলাদেশ। আগামী ১১ অক্টোবর থেকে ঢাকার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের টার্ফে গড়াবে এশিয় হকির সবচেয়ে বড় এই টুর্নামেন্টের দশম আসর। ঘরের মাঠে অনুষ্ঠিতব্য এশিয়ার বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্টকে সামনে রেখে ১৮ সদস্যের হকি দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন।

লাল সবুজের বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে রাসেল মাহমুদ জিমির উপর আস্থা রেখেছেন জাতীয় হকি দল নির্বাচক। ১৮ সদস্যের দলের বাইরে চারজনকে স্ট্যান্ডবাই হিসেবে রেখেছে হকি ফেডারেশন।

বাংলাদেশ দল:  রাসেল মাহমুদ জিমি (অধিনায়ক), পুস্কর ক্ষিসা মিমো (সহ অধিনায়ক), অসিম গোপ, আবু সাইদ নিপ্পন আশরাফুল ইসলাম, খোরশেদুর রহমান, ফরহাদ আহমেদ সিটুল, রেজাউল করিম বাবু, ইমরান হাসান পিন্টু, মামুনুর রহমান চয়ন, রুম্মান সরকার, নাইম উদ্দিন, হাসান যুবায়ের নিলয়, সারোয়ার হোসেন, কামরুজ্জামান রানা, মিলন হোসেন,  মাইনুল ইসলাম কৌশিক ও আরশাদ হোসেন।

ষ্ট্যান্ড বাই: বিপ্লব কুজুর, মাহবুব হোসেন, সোহাসুর রহমান সবুজ ও দ্বীন ইসলাম ইমন।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Link copied!