‘কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল’

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০১৭, ০৮:১২ পিএম
‘কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল’

ঢাকা: প্রতিদিনের কাজের এক ঘেয়েমি কাটিয়ে মনে প্রশান্তি আনতে মাঝে মাঝে একটু রিফ্রেশমেন্ট চাই। চাই বিনোদন। ক্রীড়া সাংবাদিকদের এই চাওয়া পুরন করতে প্রতি বছরই নিয়মিত ফুটবল টুর্নামেন্টর আয়োজন করে আসছে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশন (বিএসজেএ)। তারই ধারাবাহিকতায় সোমবার (২৫ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে ‘কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল’।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে টুর্নামেন্টের উদ্বোধন করবেন বাংলাদেশ ফুটবল ফেডারশেনের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্কয়ার টয়লেট্রিজের হেড অফ মার্কেটিং মালিক মো. সাঈদ ও সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন।

এবারের আসরে দেশের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষস্থানীয় ২৪ দল আট গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। প্রতি গ্রুপ চ্যাম্পিয়ন কোয়ার্টার ফাইনালে উঠবে। সেমিফাইনাল ও ফাইনাল ২৯ সেপ্টেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে। উদ্বোধনী দিন আটটি খেলা অনুষ্ঠিত হবে।

রোববার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের ডাচ-বাংলা ব্যাংক অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজের সিনিয়র ম্যানেজার (মার্কেটিং) জেসমিন জামান ও জাতীয় মহিলা ফুটবল দলের কোচ গোলাম রব্বানী ছোটন, বিএসজেএ’র সভাপতি সাইদুর রহমান শামীম, সাধারণ সম্পাদক জুনায়েদ হোসেন, টুর্নামেন্টের আহবায়ক রায়হান আল মুঘনি, টুর্নামেন্টের সদস্য সচিব আনিসুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএসজেএর যুগ্ম সম্পাদক এসএম সুমন।

অনুষ্ঠানে টুর্নামেন্টের ড্র ও জার্সি উম্মোচন করা হয়।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারি দলগুলো: দৈনিক জনকন্ঠ, দি ইন্ডিপেনডেন্ট, আমাদের সময়, মাছরাঙা টিভি, চ্যানেল ২৪, কালের কন্ঠ, ঢাকা ট্রিবিউন, গাজী টিভি, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি স্টার, নিউজ ২৪, যুগান্তর,     সময় টিভি, চ্যানেল আই, জাগোনিউজ ২৪.কম, বৈশাখী টিভি, যমুনা টিভি, বাসস, সমকাল, এটিএন বাংলা, দৈনিক সংবাদ, বাংলাভিশন, একুশে টিভি ও নয়া দিগন্ত।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Link copied!