বিপিএলে ঢাকাই সেরা বলছেন সাকিব

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৬, ২০১৭, ০২:০১ পিএম
বিপিএলে ঢাকাই সেরা বলছেন সাকিব

ঢাকা: বরাবরের মতো এবারও ঢাকা ডায়নামাইটস শক্তিশালি দল গড়েছে। কোনো সন্দেহ নেই, বাংলাদেশ প্রিমিয়ার লিগে(বিপিএল) চ্যাম্পিয়ন হওয়ার জন্যই লড়বে দলটি। বৃহস্পতিবার ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে দলের জার্সি এবং লোগো উন্মোচন অনুষ্ঠানে এরকম কথাই বললেন সাকিব আল হাসান।

তিনি বলেন,‘ চেষ্টা থাকবে গত বছর যেভাবে পারফর্ম করেছি মাঠে, সেভাবে যেন পারফর্ম করতে পারি। ফলাফলটা যেন ছিনিয়ে আনতে পারি। আর মাঠে টার্গেট থাকবে ভয়-ডরহীন ক্রিকেট খেলা। পজিটিভ ক্রিকেট খেলা। একইসাথে টিম সাপোর্টিভ ক্রিকেট খেলা। আমার কাছে মনে হয়, এবার ঢাকা বেস্ট ফ্র্যাঞ্চাইজি, এই টুর্নামেন্টে যতগুলো ফ্র্যাঞ্চাইজি আছে তাদের মধ্যে। ওভাবেই আসলে আমরা আমাদের পারফরম্যান্সটা শো করতে চাই।’

ঢাকার বিদেশীদের নিয়েও ‍তুষ্ট সাকিব। তিনি মনে করেন এর চেয়ে ভালো মানের বিদেশী রিক্রুট সম্ভব ছিল না,‘ বিদেশি ক্রিকেটারের কোনো কমতি নেই। আমার মনে হয় সুজন (ম্যানেজার) ভাই, শায়ান (ফ্রাঞ্চাইজি মালিক) ভাই সবাই অনেক হার্ড ওয়ার্ক করেছেন বলেই এমন একটা টিম তৈরি করা সম্ভব হয়েছে। আমার কাছে মনে হয় না যে, এর চেয়ে ভালো বিদেশি ক্রিকেটার রিক্রুমেন্ট করানো সম্ভব ছিল। আমরা সেরা দলটাই পেয়েছি, এখন মূল কাজ হল মাঠে পারফর্ম করা।’

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Link copied!