হাড্ডাহাড্ডি লড়াইয়ে পাকিস্তান-জাপান ম্যাচ ড্র

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৩, ২০১৭, ০৫:০৯ পিএম
হাড্ডাহাড্ডি লড়াইয়ে পাকিস্তান-জাপান ম্যাচ ড্র

ঢাকা: এশিয়া কাপ হকির দশম আসরের তৃতীয় দিনের প্রথম খেলায় মুখোমুখি হয়েছিল পাকিস্তান এবং জাপান। প্রথম কোয়ার্টার গোলের দেখা পায়নি কোনো দলই। দ্বিতীয় কোয়ার্টারে ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছিল জাপান। তবে শেষ রক্ষা হয়নি। শেষ পর্যন্ত ড্র করে মাঠ ছাড়ে দুই দল।

পাকিস্তানের হয়ে গোল করেন মোহাম্মাদ কাদির আরসেলান ও মোহাম্মাদ উমার ভুট্ট। জাপানের পক্ষে একটি করে গোল করেন তানকা কেন্তা ইউসিহিরো হেইটা।

এদিন শুরু ধেকেই প্রতিদ্বন্দ্বিতাপুর্ণ খেলা উপহার দেয় দুই দল। তবে প্রথম কোয়াটারে গোলের দেখা পয়নি কোন দলই। ১৬ মিনিটে প্রথম পিসি পায় পাকিস্তান। রিজওয়ান আব্বাসের  হিট কানেক্ট করে দলকে এগিয়ে দেন কাদির আরসেলান  (১-০)। ২২ মিনিটে তানাকা কেন্টা তিনজন ডিফেন্ডারকে কাটিয়ে দ্বিতীয় প্রচেস্টায় জাপানকে সমতায় ফেরান (১-১)।

২৯ মিনিটে ইউসিহারারা হেইটার চমৎকার রিভার্স হিটে এগিয়ে দেন জাপানকে (১-২)। ৫০ মিনিটে কাদিরের দারুন পুশ থেকে গোল করেন পাকিস্তানকে সমতায় ফেরান উমর ভুট্টো (২-২)। ৫২ মিনিটে পিসি পায় পাকিস্তান। কিন্তু আবু মোহাম্মদের পর ইরফানেরও হিটও ক্লিয়ার করেন জাপানি কীপার। ফলে ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Link copied!