সাইফ উদ্দিনের ওয়ানডে অভিষেক

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৫, ২০১৭, ০২:৫৩ পিএম
সাইফ উদ্দিনের ওয়ানডে অভিষেক

ঢাকা: ওয়ানডে ক্রিকেটে লাল সবুজের বাংলাদেশ এখন এক সমীহ জাগানিয়া দল। তাই জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়ে দেশের হয়ে মাঠে নামতে অপেক্ষায় থাকে উঠতি ক্রিকেটাররা। এবার স্বপ্ন পুরণ হলো মোহাম্মাদ সাইফ উদ্দিনের। টাইগারদের ১২৫ নম্বর খেলোয়াড় হিসেবে ৫০ ওভারের ক্রিকেটে অভিষেক হল এই তরুণ অলরাউন্ডারের।

রোববার (১৫ অক্টোবার রোববার (১৫ অক্টোবর) কিম্বার্লির ডায়মন্ড ওভালে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে নেমেছেন সাইফ উদ্দিন। এ বছর এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল তার।

মুলত কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের চোটের কারণে সুযোগ মিলেছে সাইফ উদ্দিনের। এখন নিজেকে প্রমাণের দায়িত্ব তার। এ বিষয়ে সাইফ উদ্দিন বলেন, ‘খুব ভালো লাগছে। বিশ্বাস করত পারছি না, আমি ওয়ানডেতে সুযোগ পেয়েছি। বাংলাদেশের জার্সিতে খেলাটা সব সময়ই অন্যরকম ব্যাপার।

উল্লেখ্য, এখন পর্যন্ত ২৩ টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলে ২৫০ রানের পাশাপাশি ৩৬টি উইকেট শিকার করেছেন সাইফ উদ্দিন। চলতি বছর ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াতে এইচপি দলের হয়ে দুটি সফর করেছেন তিনি। সেখানে ব্যাট ও বল হাতে ভালো করে নির্বাচকদের নজর কেড়েছেন এই অলরাউন্ডার।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Link copied!