‘দল হিসেবে ভালো খেলতে পারছি না’

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৯, ২০১৭, ০১:৩৫ এএম
‘দল হিসেবে ভালো খেলতে পারছি না’

ঢাকা: দক্ষিণ আফ্রিকা সফরে পরাজয়ের বৃত্তেই ‍ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ। টেস্ট সিরিজের পর টানা দুই ম্যাচ হেরে এরই মধ্যে ওয়ানডে সিরিজ খুইয়ে বসে আছে মাশরাফি বিন মুর্তজার দল। বড় অবাক করা ব্যাপার হলো, জয়ের জন্য ন্যূনতম প্রতিরোধও গড়তে পারছে না বাংলাদেশ। কিন্তু কেন এমন হচ্ছে? বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক বলছেন, দল হিসেবে তারা ভালো খেলতে পারছেন না। 

প্রথম ওয়ানডে হারের পর প্রাপ্তি ছিল মুশফিকের সেঞ্চুরি। দ্বিতীয় ম্যাচেও তিনি ফিফটি করেছেন। তাঁর সঙ্গে ফিফটি করেছেন ইমরুল কায়েস। ভালো বোলিং করেছেন রুবেল-সাকিব। প্রাপ্তি বলতে এটুকুই। ব্যক্তিগত অর্জন হচ্ছে বটে, কিন্তু দল হিসেবে একসঙ্গে জ্বলে ওঠা হয়ে উঠছে না। মাশরাফি ম্যাচ শেষে বলে গেলেন,‘ আমাদের মূল সমস্যা হচ্ছে ব্যক্তিগত নৈপুণ্য দেখা যাচ্ছে কিন্তু দল হিসেবে ভালো খেলতে পারছি না।’

এবি ডি ভিলিয়ার্স ওরকম বিধ্বংসি ইনিংস না খেললে হয়তো বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করতে পারত। কিন্তু তার বিস্ফোরক ব্যাটিং বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে ফেলে দিয়েছে। মাশরাফিও এই সত্য মেনে নিচ্ছেন,‘ এবি এসেছে আর আমাদের কাছ থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। 

তিনি বলেন, সবাই জানি, এবি একজন বিস্ফোরক ব্যাটসম্যান। আজ সে তার অন্যতম সেরা ইনিংস খেলেছে। সে যখন এমন ছন্দে থাকে, আপনাকে তখন শতভাগ সেরাটা দিতে হবে। না হলে সে আপনাকে ভোগাবে। সেটাই আজ হয়েছে। তবে আমাদের স্কোরটা ৩১০-৩২০ হতে পারত। ভালো শুরু করেছিলাম। তাহিরের উইকেটগুলো আমাদের অনেক চাপে ফেলেছে।’

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Link copied!