তামিম-মোস্তাফিজ না থাকায় সুবিধা দেখছেন ডুমিনি

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২২, ২০১৭, ১২:৩৯ এএম
তামিম-মোস্তাফিজ না থাকায় সুবিধা দেখছেন ডুমিনি

ঢাকা: তিন ম্যাচের ওয়ানডে সিরিজ পর পর দুই ম্যাচ জিতে সিরিজ জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। রোববারের ম্যাচটি শুধুই নিয়মরক্ষার। কিন্তু এ ম্যাচটিতেও বাংলাদেশকে বিন্দুমাত্র ছাড় দিতে চায় না প্রোটিয়ারা। বাংলাদেশে এসে তারা ১-২ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছিল। এবার ঘরের মাঠে ৩-০ ব্যবধানে জিতে শোধ তুলতে চায় দক্ষিণ আফ্রিকা। 

শনিবার অনুশীলন শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদমাধ্যমের সামনে এসে জেপি ডুমিনি বলে গেলেন,  ভালো একটা অনুভূতি নিয়ে আমরা সিরিজ শেষ করব-এই আলোচনাটা নিজেদের মধ্যে সিরিজ শুরুর আগেই করেছি। ওটা এখনো আমাদের মূল লক্ষ্য। আমরা দুটি অসাধারণ ম্যাচ খেলেছি, তার মানে এই নয় যে আমরা লক্ষ্য থেকে সরে গেছি। আমাদের লক্ষ্য এখনো মাঠে গিয়ে ভালো খেলা এবং ৩-০ ব্যবধানে সিরিজ জেতা।’

সিরিজ জয়ের পরও বাংলাদেশকে নিয়ে বেশ সতর্ক ডুমিনি, ‘বাংলাদেশ এমন একটা দল, যারা সব সময়ই সেরাটা দিতে চায়। তাদের বিপক্ষে কিছু ক্ষেত্রে সব সময়ই আমাদের চ্যালেঞ্জের মধ্যে পড়তে হয়। গত দুই ম্যাচে আমরা এই দিকগুলো নিয়ে সচেতন থেকেছি। কালও (রোববার) আমরা ওরকম মানসিকতা নিয়ে খেলতে নামব।’

চোট ছিটকে ফেলে দিয়েছে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান তামিম ইকবালকে। কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকেও কেড়ে নিয়েছে চোট। এই দুজনের ছিটকে যাওয়া দক্ষিণ আফ্রিকার লক্ষ্য পূরণ অনেকটাই সহজ করে দেবে। বাংলাদেশের জন্য এটা বড় ক্ষতি। দুজনই তাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তারা না খেললে আমাদেরই সুবিধা।’

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Link copied!