সাঙ্গাকারার কাছে শিখতে বললেন মাশরাফি

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৪, ২০১৭, ০১:৩০ এএম
সাঙ্গাকারার কাছে শিখতে বললেন মাশরাফি

ঢাকা: দল বদলে এবার রংপুর রাইডার্সে ভিড়েছেন দেশের সবচেয়ে সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তাঁর হাত ধরে উত্তরের দলটি শিরোপা জয়ের স্বপ্ন দেখছে। শনিবার সন্ধ্যা ৭টায় প্রথম ম্যাচে রংপুরের প্রতিপক্ষ রাজশাহী কিংস। তাঁর আগে শুক্রবার বিপিএল নিয়ে নিজের ভাবনা জানিয়ে দিলেন মাশরাফি।

তিনি মনে করেন, এবারের বিপিএল আগের সব আসরকে ছাপিয়ে যাবে। মাশরাফির ভাষায়, ‘ আমার মনে হয়, এ বছর বিপিএল আরও ভালো হওয়ার সম্ভাবনা বেশি। ভালো মানে, ক্রিকেটারদের দিক থেকে ভালো। বিদেশি বড় বড় ক্রিকেটার যারা আছে, তাদের কাছ থেকে আমাদের ছেলেরা যদি শিখতে পারে, তাহলে দারুণ হয়। শেখার অনেক কিছু আছে। তবে টি-টোয়েন্টিতে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি, পরিস্থিতি বুঝে খেলা। যেটায় আমাদের ঘাটতি আছে। ছেলেরা বড় বড় ক্রিকেটারদের দেখে শিখতে পারে।’

এ প্রসঙ্গে মাশরাফি উদাহরণ হিসেবে টেনে আনেন শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সাঙ্গাকারাকে। তিনি বলেন, ‘আমার তো মনে হয় শুধু ঢাকা দল নয়, সব দলের ক্রিকেটারদের উচিত, যতটা সুযোগ হয়, কুমার সাঙ্গাকারার সঙ্গে যেন কথা বলে, সময় কাটায়। বিভিন্ন সংস্করণে কিভাবে মানিয়ে নেয়, এত এত রান করার রহস্য, এগুলো নিয়ে সময় নিয়ে কথা বলতে পারে। ওকে দেখেও শিখতে পারে। ক্রিকেটটাকে কিভাবে নেয়, কিভাবে অনুশীলন করে, নিজেকে মেইনটেইন করে, তার দর্শন, ভাবনা, এসব।’

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Link copied!