বাংলাদেশ-ভারতকে নিয়ে শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজ

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৮, ২০১৭, ০২:০৬ পিএম
বাংলাদেশ-ভারতকে নিয়ে শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজ

ঢাকা: বাংলাদেশ-ভারতকে নিয়ে শ্রীলঙ্কা স্বাধীনতার ৭০ বছর পূর্তি উপলক্ষে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করবে এটা জানাই ছিল। তবে এবার এই সিরিজের সূচিও প্রকাশ করা হয়েছে। ৮ মার্চ শুরু ত্রিদেশীয় সিরিজের ফাইনাল অনুষ্ঠিত হবে ২০ মার্চ।

প্রত্যেকটি দল একে অপরের মুখোমুখি হবে দুবার করে। সিরিজের সবগুলো ম্যাচই হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। টুর্নামেন্টটির নাম দেওয়া হয়েছে ‘নিদাহাস ট্রফি’।

বন্ধুত্বের খাতিরেই বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান সে কথা মনে করিয়ে দিয়ে বলেছেন,‘ বাংলাদেশের ক্রিকেটে শ্রীলঙ্কার (এবং ভারতের) অবদান কখনোই ভোলার নয়। শ্রীলঙ্কা যে বাংলাদেশ ক্রিকেটের কত ভালো বন্ধু, এই আমন্ত্রণের মাধ্যমেই তা বোঝা যায়।’

মার্চে ত্রিদেশীয় সিরিজ নিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) সভাপতি থিলাঙ্গা সুমাথিপালা বলেন, ‘৭০ বছর বেশ লম্বা একটি সময়। আমরা আনন্দিত যে এমন একটি মুহূর্ত উদ্‌যাপনে সবচেয়ে কাছের দুই প্রতিবেশী আমাদের সঙ্গী হবে। প্রায় একই সময়ের স্বাধীনতার যাত্রা আমাদের। ক্রিকেটের অগ্রযাত্রায় এটি একটি মাইলফলক হয়ে থাকবে।’


সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/আকন

Link copied!