এনটিনির ছেলে বিশ্বকাপে

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০১৭, ০২:০৬ পিএম
এনটিনির ছেলে বিশ্বকাপে

ঢাকা: ক্রিকেট ক্যারিয়ারে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের ঘাম ছুটিয়েছেন। দক্ষিণ আফ্রিকার প্রথম কালো ক্রিকেটারও তিনি। সেই মাখায়া এনটিনির ছেলে থানডো এনটিনি খেলবেন বিশ্বকাপে। দক্ষিণ আফ্রিকার হয়ে ছোটদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশগ্রহণ করবেন তিনি। বাবার মতো থানডোও ডানহাতি পেসার। 

সাম্প্রতিক সময়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দলে সুযোগ পেয়ে এর পুরস্কারই পেলেন থানডো।

এনটিনির ছেলের মতো এবারের বিশ্বকাপে চোখ রাখতে হবে আরো বেশ কয়েকজন সাবেক ক্রিকেটারের ছেলের ওপর। অস্ট্রেলিয়ার অজেয় অধিনায়ক স্টিভ ওয়াহ’র ছেলে অস্টিন অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পেয়েছেন। 

তার দিকেও একটা চোখ রাখতেই হবে। অস্ট্রেলিয়া ক্রিকেটের (সিএ) বড় কর্তা জেমস সাদারল্যান্ডের ছেলে উইলও আছেন এই তালিকায়। তাই আলাদা করে ছোটদের বিশ্বকাপ শুরুর আগেই এরা নজর কাড়ছে!

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/এআই

Link copied!