শ্রীলঙ্কার বিপক্ষে ঘুরে দাঁড়াতে চান মাসাকাদজা

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০১৮, ০৮:২৬ পিএম
শ্রীলঙ্কার বিপক্ষে ঘুরে দাঁড়াতে চান মাসাকাদজা

ছবি: নাঈম পারভেজ অপু

ঢাকা: ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে বড় ব্যবধানে হেরেছে জিম্বাবুয়ে। বুধবার (১৭ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে হিথ স্টিকের দল। এই ম্যাচে ঘুরে দাঁড়াতে চান হ্যামিল্টন মাসাকাদজা।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) সংবাদ সম্মেলনে জিম্বাবুয়ের এই মারকুটে ওপেনার বলেন, ‘ত্রিদেশীয় সিরিজে আমাদের শুরুটা  ভালো হয়নি। আগামীকাল (মঙ্গলবার) আমরা ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে খেলব। আমরা অবশ্যই লড়াইয়ে ফিরতে চেষ্টা করব।’

ঘন কুয়াশা এবং মিরপুরের উইকেট নিয়ে তিনি বলেন, ‘এটা যেমন হওয়া দরকার, তার চেয়ে একটু বেশি ভেজা ছিল (সিরিজের প্রথম ম্যাচে)। এছাড়া মিরপুরের উইকেট টিপিক্যাল।’

এদিকে শ্রীলঙ্কা-জিম্বাবুয়ের ম্যাচ দিয়ে শততম ম্যাচ পাচ্ছে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। এমন ম্যাচে সাক্ষী হতে পারে উচ্ছ্বসিত মাসাকাদজা। কারণ ২০০৬ সালে মিরপুরে অনুষ্ঠিত অভিষেক ওয়ানডেতে জিম্বাবুয়ের মাঠে নেমেছিলেন তিনি।

শততম ম্যাচ নিয়ে মাসাকাদজা বলেন, ‘ঐতিহাসিক কিছুর অংশ হতে পেরে আমারও অসাধারণ লাগছে। প্রথম ম্যাচের অংশও আমি ছিলাম। এমন একটি মুহূর্তে অংশ হতে পারারটা দারুণ কিছু।’

২০০৬ সালের ৮ ডিসেম্বর মিরপুরের অভিষেক ওয়ানডেতে মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ। ঐ ম্যাচে ৮ উইকেটে জিতেছিলো টাইগাররা। ঐ ম্যাচে অংশ নেয়া মাসাকাদজা, ব্রেন্ডন টেইলর ও ক্রিস এমপোফু বর্তমানের জিম্বাবুয়ে দলে আছে।

আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে খেলতে নামবেন তারা। তাই ঐ ম্যাচ নিয়ে বেশ উচ্চসিত মাসাকাদজা। তিনি বলেন, ‘মাইলফলকের ম্যাচে খেলতে পারাটা সবসময়ই অন্যরকম অনুভূতি। এবারও দারুন অনুভব করছি।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Link copied!