মাঙ্কিগেট কেলেঙ্কারি: শচীনের গায়ে দোষ চাপালেন প্রক্টর

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০১৮, ১১:১২ এএম
মাঙ্কিগেট কেলেঙ্কারি: শচীনের গায়ে দোষ চাপালেন প্রক্টর

ঢাকা: সেই কুখ্যাত মাঙ্কিগেট–কেলেঙ্কারির ১০ বছর হয়ে গেল। কিন্তু কেউ কেউ যে সেই বিতর্ক নিয়ে এখনও খুঁচিয়ে ঘা করতে ভালবাসেন, সেটি আবার বোঝা গেল। সিডনিতে ভারত–অস্ট্রেলিয়া সেই টেস্টের ম্যাচ রেফারি ছিলেন দক্ষিণ আফ্রিকার মাইক প্রক্টর।

তাঁর আত্মজীবনী ‘কট ইন দ্য মিডল’–এ সেই বিতর্কের জন্য দোষ চাপিয়েছেন শচীন টেন্ডুলকারের ঘাড়ে। প্রক্টরের বক্তব্য, যা ঘটেছিল, শুরুতেই শচীন সেটা বলে দিলে জল অতদূর গড়াতই না।

বইতে প্রক্টর লিখেছেন, ‘পরে খুব খারাপ লেগেছিল। যদি শচীন জানতই যে, সাইমন্ডসকে হরভজন ‘মাঙ্কি’ বলেনি, ‘তেরি মা কি’ বলেছিল, তা হলে সেটা শুরুতেই আমাকে জানাতে পারত। তা হলে ব্যাপারটা সম্পূর্ণ অন্যভাবে দেখা হত। হরভজনের বিরুদ্ধে বর্ণবৈষম্যমূলক আচরণের অভিযোগ উঠত না। শচীন প্রাথমিক শুনানির সময় বলেইনি, ও ঠিক কী শুনেছিল। ফলে আমার আর কোনও উপায় ছিল না।’

বইতে হরভজনেরও সমালোচনা করেছেন। প্রক্টর লেখেন, ‘শুনানির সময় হরভজনের দাবি ছিল, ও নাকি ইংরেজি জানে না। কিন্তু হরভজন আমার মতোই ভাল ইংরেজি বলে।’ ওই সফরে ভারতীয় দলের ম্যানেজার চেতন চৌহানের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন প্রক্টর।


সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/আকন

Link copied!