ভয়ঙ্কর পিচে ‘বিরাট’ জয় কোহলির ভারতের

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০১৮, ০৯:৫৫ এএম
ভয়ঙ্কর পিচে ‘বিরাট’ জয় কোহলির ভারতের

ঢাকা: ডিন এলগার-হাশিম আমলার প্রতিরোধ ভেঙে জোহানেসবার্গ টেস্টে দুরন্ত জয় তুলে নিয়েছে টিম ইন্ডিয়া। পিচের চরিত্র ও ম্যাচের গতিপ্রকৃতি মিলে তৃতীয় দিন শেষে ভারতই এগিয়ে ছিল। জয়ের জন্য ২৪১ রানের লক্ষ্য সামনে নিয়ে দক্ষিণ আফ্রিকা বৃষ্টি বিঘ্নিত তৃতীয় দিনের খেলা শেষ করেছিল ১ উইকেটে ১৭ রানে।

ভয়ঙ্কর পিচের দোহাই দিয়ে তৃতীয় দিনে মাঠ ছাড়লেও চতুর্থ দিনে মাঠে নামতে অস্বীকার করেনি প্রোটিয়ারা। দিনের প্রথম সেশনে এলগার ও  আমলার অনবদ্য প্রতিরোধ ভারতের জয়ের স্বপ্নকে প্রাথমিকভাবে ধাক্কা দিলেও ইশান্ত শর্মার বলে আমলা ফিরতেই দক্ষিণ আফ্রিকার ইনিংসে ধস নামে। দ্বিতীয় উইকেটের জুটিতে ১১৯ রান যোগ করে আমলা ফেরেন ব্যক্তিগত ৫২ রানের মাথায়।

এলগার একপ্রান্তে ক্রিজ আঁকড়ে পড়ে থাকলেও অপর প্রান্ত দিয়ে যাওয়া-আসা শুরু হয় ডি ভিলিয়ার্স, ডুপ্লেসি, ডি ককদের। এবিডি ৬ রান করে বুমরাহর বলে রাহানের হাতে ধরা দেন। ডু প্লেসি ২ রান করে ইশান্তের বলে বোল্ড হন। ডি কককে রানের খাতা খোলার আগেই এলবিডব্লিউর ফাঁদে জড়ান বুমরাহ। একই ওভারে ফিল্যান্ডার (১০) ও ফেলুকাওয়োর(০) স্ট্যাম্প ছিটকে দেন মোহাম্মদ শামি।

কাগিসো রাবাদা কোনও রান করার আগেই ভুবনেশ্বরের বলে পূজারার হাতে ক্যাচ দিয়ে ড্রেসিংরুমের পথ ধরেন। মরনে মরকেলকে শূন্য রানে বোল্ড করেন শামি। শেষে লুঙ্গি এনগিদিকে ৪ রানে ফিরিয়ে ভারতকে কাঙ্খিত জয় এনে দেওয়ার পাশাপাশি ইনিংসে পাঁচ উইকেটের বৃত্ত পূর্ণ করেন শামি। এলগার অপরাজিত থেকে যান ৮৬ রানে। দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা অলআউট হয়ে যায় ১৭৭ রানে।

ওয়ান্ডারার্সের ইতিহাস বরাবরই ভারতের হয়ে কথা বলে। দক্ষিণ আফ্রিকায় একমাত্র এই মাঠেই কখনও টেস্ট হারেনি ভারত। সেই রেকর্ড অক্ষুন্ন রেখে ভারত জয় তুলে নেয় ৬৩ রানের ব্যবধানে।

একই সঙ্গে সিরিজ হারের ব্যবধান কমিয়ে ২-১ করল ইন্ডিয়া।দুই ইনিংস মিলিয়ে ৬৬ রান করার পাশাপাশি বল হাতে চারটি উইকেট নেওয়া ভুবনেশ্বর কুমার ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। সিরিজ সেরা হয়েছেন ভারনন ফিল্যান্ডার।


সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/আকন

Link copied!